আসানসোল, 11 এপ্রিল : একদিকে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা আর তার সঙ্গে দেশজুড়ে ভ্যাকসিনের অভাব নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ এমন সময় পশ্চিমবঙ্গের বর্ধমান (পশ্চিম)-এর আসানসোল রেল ডিভিশনে আনা হল আইস লাইনন্ড রেফ্রিজারেটর, সংক্ষেপে আইএলআর ।
পশ্চিম বর্ধমান জেলায় এক হাজারের বেশি মানুষ করোনা সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ভোট-উৎসবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা । অন্যদিকে আসানসোল রেল হাসপাতাল থেকে শুরু করে ইস্কো হাসপাতাল, চিত্তরঞ্জন রেল হাসপাতালের প্রচুর স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে করোনা সংক্রামিত হয়েছেন। তাই স্বাস্থ্যকর্মী ও রেলকর্মীদের ভ্যাকসিন প্রয়োগের অগ্রাধিকার তালিকায় রাখার কথা ভাবছে রেল। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ভ্যাকসিন সংরক্ষণের ঠিকঠাক ব্যবস্থা ৷ সে কাজই করবে এই আইস লাইনন্ড রেফ্রিজারেটর।
আসানসোল রেল ডিভিশনাল হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট মনোরঞ্জন মাহাতা এ বিষয়ে বলেন, ‘'ভ্যাকসিন রাখার প্রাথমিক শর্ত হল আইএলআর। এতদিন পর্যন্ত আসানসোল রেল ডিভিশনের কোনও হাসপাতালে এই ধরনের রেফ্রিজারেটর ছিল না। ফলে আমরা ভ্যাকসিন স্টোর করে রাখতে পারতাম না। জেলা স্বাস্থ্য বিভাগের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে এসে ফের বিকেলে অব্যবহৃত ভ্যাকসিন ফেরত দিয়ে আসতে হত। এবার আমরা নিজেরাই ভ্যাকসিন স্টোর করতে পারব আইএলআরে।'
আরও পড়ুন: সম্পূর্ণ লকডাউনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র?