পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shatrughan Sinha to live in Asansol: আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে ৷ জানিয়ে দিলেন তৃণমূলের (TMC MP Shatrughan Sinha) নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha to live in Asansol)৷

i-shall-live-in-asansol-says-tmc-mp-shatrughan-sinha
আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

By

Published : Apr 21, 2022, 12:23 PM IST

আসানসোল, 21 এপ্রিল: "ঘর খোঁজা হচ্ছে, আমি এখানে থাকার জন্যই এসেছি ।" জানিয়ে দিলেন আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha to live in Asansol)।

বুধবার বিকেলে আসানসোল দক্ষিণ কেন্দ্রে সংবর্ধনা দেওয়া হয় আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (TMC MP Shatrughan Sinha)। সেখানে তাঁর পরবর্তী কর্মসূচি ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, শপথ নেওয়ার পর মলয় ঘটক এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তিনি তাঁর আগামী কর্মসূচি ঠিক করবেন ।

বলিউডের প্রবীণ অভিনেতা আসানসোলে (Asansol MP Shatrughan Sinha) থাকবেন কি না, এই প্রশ্ন করা হলে জবাবে শত্রুঘ্ন সিনহা বলেন, "আমার জন্য ঘর দেখা হচ্ছে । আমি আসানসোলে থাকার জন্যই এসেছি ।" প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল তাঁর নিজের কেন্দ্রেই পরাজিত হয়েছেন শত্রুঘ্নের কাছে ।

আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

আরও পড়ুন:Shatrughan Sinha Thanks to Voters : বাংলায় আমার পরিবার আছে, আসানসোলবাসীকে ধন্যবাদ জানালেন 'বিহারীবাবু'

আসানসোল দক্ষিণ কেন্দ্রের বার্নপুরে স্টেশনের কাছে একটি দলীয় অফিসে কাউন্সিলর তথা রাজ্যের শিক্ষক নেতা অশোক রুদ্র একটি সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন । সেই সভায় উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ।

জেতার পর থেকেই এই সাংসদের দফতরের জন্য বাড়ি দেখা শুরু করেছে তৃণমূল কংগ্রেস । অতীতে সাংসদ বাবুল সুপ্রিয় যেভাবে আসানসোলের মহিশিলায় ফ্ল্যাট নিয়েছিলেন এবং সেই ফ্ল্যাটের লাগোয়া তাঁর সাংসদ দফতর ছিল, সেই রকম ভাবেই শত্রুঘ্ন সিনহা আগামিদিনে আসানসোলে একটি বাসস্থান নিতে পারেন বলে তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে । যেখান থেকেই শত্রুঘ্ন সিনহার সাংসদ হিসেবে সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন । শত্রুঘ্ন সিনহা নিজেও জানিয়েছেন, "আমি এখানে থাকতেই এসেছি ।"

আরও পড়ুন :বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল, মাস্টারস্ট্রোক মমতার

ABOUT THE AUTHOR

...view details