পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Tree Cutting: সরকারি জমিতে এক রাতে কাটা হল 100 গাছ, তদন্তে পুলিশ - আসানসোল

আসানসোলের বারাবনীতে শাল, সেগুন-সহ 100টি গাছ কেটে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷

Etv Bharat
পড়ে আছে কাটা গাছ

By

Published : Aug 5, 2023, 4:59 PM IST

আসানসোল, 5 অগস্ট:পরিবেশ বাঁচাতে বৃক্ষ রোপনের মাধ্যমে সচেতনতা চলছে ৷ পালিত হচ্ছে বনমহোৎসব ৷ তার মধ্যেই বনদফতরের পাশের জমি থেকে গাছ কাটার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনির জামগ্রাম পঞ্চায়েতের সরিষাতলি বিট অফিস এলাকায় । বনদফতরের পাশের জমিতে কীভাবে গাছ কাটার ঘটনা ঘটল তা নিয়ে এলাকাবাসীর মধ্য চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বনাধিকারিকের দাবি, যে জমিতে গাছ কাটা হয়েছে সেটি সরকারি খাস জমি, বন দফতরের জমি নয় ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার বেশ কয়েকটি কাটা গাছ চোখে পড়েছে তাদের ৷ প্রাথমিক অনুমান বৃহস্পতিবার রাতে শতাধিক গাছ কেটেছিল দুষ্কৃতীরা ৷ কিন্তু সকাল হয়ে যাওয়ায় দুষ্কৃতীরা কাটা গাছগুলি নিয়ে যেতে পারেনি ৷ তাই ফেলে রেখে গিয়েছে ৷

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি খাস জমিতে শাল, সেগুন গাছের মতো একাধিক বহুমূল্য গাছ ছিল ৷ কিন্তু দুষ্কৃতীরা বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করে গাছগুলি কেটেছে ৷ কারণ এত গাছ সহজে এক রাতের মধ্যে হাতে কাটা যাবে না । সে ক্ষেত্রেও শব্দ হওয়ার কথা । যেখানে গাছ কেটে ফেলা হয়েছে তার পাশেই বনদফতরের বারাবনি সরিষাতলি বিট অফিস ৷ সেই অফিসেই রাতে বনকর্মীরা থাকেন, অথচ তাঁরা গাছ কাটার আওয়াজ পেলেন না ৷ এই যুক্তি মানতে নারাজ এলাকাবাসী ৷ সরকারি খাস জমির গাছ কেটে ফাঁকা করে তা জমি হিসাবে বিক্রি করে দেওয়াই উদ্দেশ্য় এমনটাই অভিযোগ এলাকাবসীর ৷ নেপথ্যে মাফিয়াদের চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:বর্ষায় জলমগ্ন স্কুল, জিটি রোডের ধারে ক্লাস নিলেন শিক্ষকরা

ঘটনাস্থলে উপস্থিত জেলার বন আধিকারিক বুদ্ধদেব মন্ডল বলেন, "যে জমিতে গাছ কাটা হয়েছে সেটি বনদফতরের জমি নয় । ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ ।"

ABOUT THE AUTHOR

...view details