জামুড়িয়া, ১৩ ফেব্রুয়ারি : জামুড়িয়ায় পড়াশিয়া কয়লাখনিতে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
জামুড়িয়ায় কয়লাখনিতে বালির মধ্যে মাথার খুলি, হাড়গোড় - ECL coal mine
জামুড়িয়ায় পড়াশিয়া কয়লাখনিতে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
![জামুড়িয়ায় কয়লাখনিতে বালির মধ্যে মাথার খুলি, হাড়গোড়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2434982-234-d1cc90bf-ca11-47bd-a45f-755c0d6a73ec.jpg)
আজ সকালে বালির ট্রাক বাঙ্কারে খালি করতে গিয়ে কঙ্কালের মাথা ও পায়ের অংশ নজরে আসে এক ECL কর্মীর। খবর পেয়ে আসেন ECL-এর কর্মীরা। আরও খোঁজাখুঁজি করা হয়। খবর দেওয়া হয় জামুড়িয়া থানায়। পুলিশ পৌঁছে মাথার খুলি, হাড়গোড় আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কী ভাবে বালি ট্রাকে সেইগুলি এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে কঙ্কালের বাকি অংশের।
ECL-র এক কর্মী বলেন, আজ সকালে অন্ডাল নদীঘাট থেকে একটি বালির ট্রাক আসে। এবং ট্রাকের থেকে বালি খালি করার সময় কঙ্কালের অংশ দেখতে পাওয়া যায়। ঘটনার জেরে প্রায় কয়েক ঘণ্টা কাজ বন্ধ থাকে।