পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, 3 জেলায় বন্যার আশঙ্কা

রাজ্যে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৷ জল বাড়ছে নদীগুলিতে ৷ একসঙ্গে প্রতিবেশী রাজ্যগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে ৷ সব মিলিয়ে জল বেড়েছে দামোদর নদের দুর্গাপুর ব্যারেজে ৷ জলধারণ ক্ষমতার সীমা অতিক্রম করায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ ৷ আশঙ্কা বন্যা পরিস্থিতির ৷

দামোদর নদে দুর্গাপুর ব্যারেজ
দামোদর নদে দুর্গাপুর ব্যারেজ

By

Published : Jul 31, 2021, 9:48 AM IST

Updated : Jul 31, 2021, 10:04 AM IST

দুর্গাপুর, 31 জুলাই : ক্রমশ বাড়ছে দামোদর নদের (Damodar River) উপর দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) থেকে জল ছাড়ার পরিমাণ । একনাগাড়ে তিন দিন ধরে বৃষ্টিতে দামোদরের জলাধারের জল বেড়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 1 লক্ষ 28 হাজার 675 কিউসেক পরিমাণ জল ছাড়া হয়েছে । যে কারণে দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ সবাইকে সতর্ক করার কাজ শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে ৷

দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড ও বিহারে একসঙ্গে বৃষ্টি চলছে ৷ তার ফলে দামোদরের উপরে পাঞ্চেত ও মাইথন বাঁধে জলের পরিমাণ বেড়ে গিয়েছে ৷ জলধারণ ক্ষমতা অতিক্রম করে যাওয়ায় দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি (DVC) এই জল দুর্গাপুর ব্যারেজে পাঠিয়ে দেয় ৷ পাঞ্চেত ড্যাম থেকে 22 হাজার কিউসেক এবং মাইথন থেকে 12 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । তবে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে । এদিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে দামোদরের সঙ্গে সংযুক্ত নদী, নালা, খালে জলের পরিমাণ স্বাভাবিক ভাবে বেড়েছে ৷ তাই দু'দিক থেকে দুর্গাপুরের দামোদর ব্যারেজে জল জমা হওয়ায় এখানে জলধারণ ক্ষমতা সীমা অতিক্রম করে গিয়েছে ৷

দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে চলেছে, বন্যার আশঙ্কা রাজ্যে

আরও পড়ুন : wooden bridge overflowing : চন্দ্রকোণায় শিলাবতীর জলে ডুবল কাঠের সেতু, পাহারায় গ্রামবাসীরা

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সেচ দফতর দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে ৷ এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর প্রভাব পড়লেও মূলত পূর্ব বর্ধমানের কয়েকটি ব্লক, হাওড়া, হুগলি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ৷ 70 হাজার কিউসেক জল ছাড়া হলে, তখনই রাজ্য সরকারের তরফে "বন্যা" বলে ঘোষণা করা হয় ৷ এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়লে যেন রাজ্য সরকারকে আগেভাগে জানায় ৷

Last Updated : Jul 31, 2021, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details