আসানসোল, 20 জুন : বে-আইনি কয়লা ইস্যুতে একদিকে যখন রাজ্যে সিবিআই তৎপরতা তুঙ্গে, তখন কুলটিতে একটি বেসরকারি ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে বে-আইনি কয়লা বাজেয়াপ্ত করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানা (Illegal Coal Seased)। জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে কুলটির লছমনপুর এলাকায় একটি ফ্যাক্টরিতে পুলিশ হানা দেয় ।
পুলিশের কাছে খবর ছিল ওই ফ্যাক্টরিতে প্রচুর বেআইনি কয়লা মজুত করা হয়েছে । পুলিশ ফ্যাক্টরিতে প্রবেশ করে দেখে ওই ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকলেও কয়লার স্তুপ মজুত করা রয়েছে সেখানে । যার পুরোটাই বে-আইনি ৷ অনুমান করা হচ্ছে পাচারের উদ্দেশে এই কয়লা মজুত করা হলেও সিবিআই এবং পুলিশি তৎপরতায় বেআইনি কয়লা পাচার করা সম্ভব হয়নি ।