পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah-Bhopal Express: সুখবর! এবার থেকে বর্ধমানেও থামবে হাওড়া-ভোপাল এক্সপ্রেস

এবার থেকে হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস এবং 13026 ডাউন ভোপাল-হাওড়াগামী এক্সপ্রেস থামবে বর্ধমানে ৷ এর ফলে যাত্রীদের সুবিধে হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 19, 2023, 9:05 AM IST

Updated : May 19, 2023, 9:36 AM IST

বর্ধমান, 19 মে :13025 আপ হাওড়া- ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস ও 13026 ডাউন ভোপাল হাওড়াগামী এক্সপ্রেস এবার থেকে বর্ধমানে থামবে ৷ পাশাপাশি মানকর স্টেশনে হুল এক্সপ্রেস ও পানাগড় স্টেশনে স্টপেজ দেবে ইন্টারসিটি এক্সপ্রেস । বৃহস্পতিবার বর্ধমানের এক অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করেছেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলুওহলিয়া ৷ এছড়াও উপস্থিত ছিলেন, হাওড়া ডিভিশনের এডিআরএম তৈরেশ মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা ।

জানা গিয়েছে, হাওড়া-ভোপাল এক্সপ্রেসের স্টপেজ বর্ধমান স্টেশনে হওয়ায় ব্যবসায়িক, কিংবা শিক্ষার ক্ষেত্রে অনেকেই লাভবান হবেন । বর্ধমান থেকে বিভিন্ন কারণে অনেকেই ভোপাল যান । সেক্ষেত্রে তাদের ট্রেন ধরতে অনেক সুবিধা হবে । অনেকে বিভিন্ন জিনিস বর্ধমানে সাপ্লাই দেয় ৷ আবার কখনও কখনও ব্য়বসায়ীরা ভোপাল থেকে কাঁচামাল নিয়ে এসেও বর্ধমানে বিক্রি করেন ৷ তাদের সুবিধার্থে এই উদ্যোগ বলে জানা গিয়েছে ৷

এই প্রসঙ্গেই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুওহলিয়া বলেন, "সোমবার হাওড়া থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দেবে হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস ৷ বর্ধমান স্টেশনে থামবে ৷ এরপর ফের ভোপাল থেকে ফেরার পথে বর্ধমান স্টেশনে দাঁড়াবে । অনেকদিন ধরেই সাধারণ মানুষের এই দাবি ছিল। ব্যবসা বা চাকরি বা শিক্ষার জন্য অনেক মানুষ সেখানে যায় । অনেক ব্যবসায়ী ভোপাল থেকে কাঁচামাল নিয়ে এসে এখানে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করে । এছাড়া অনেকে এখানে জিনিস তৈরি করে ওই এলাকায় বিক্রি করেন । ফলে এই ট্রেন বর্ধমান স্টেশনে থামলে ব্যবসায়ীদেরও কাজের সুবিধা হবে ।"

আরও পড়ুন:রেলের ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি মমতার

এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা আসেননি । তাই নিয়েই কিছুটা হতাশার সুর শোনা গেল বিজেপি সাংসদএসএস আলুওহলিয়ার গলায় ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, একটা নিয়ম আছে সরকারি টাকায় যদি কোনও যোজনা সম্পূর্ণ হয় সেই প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের জন্য ওই এলাকার বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়। এখানেও তাই হয়েছিল । কিন্তু তাঁরা কেন আসেননি তা জানা নেই।

Last Updated : May 19, 2023, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details