জামুড়িয়া, 10 জুলাই: চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা প্রাথমিক বিদ্যালয়ে 42 নম্বর বুথে সোমবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর ঠিক তার আগের রাতে ডাহুকা গ্রামে স্থানীয় তৃণমূল নেতাদের ছ'টি বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি-সোঁটা নিয়ে হামলার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি হামলাকারীরা গুলিও চালিয়েছে।
জামুড়িয়া চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটের দিনে শাসকদলের নেতাদের পেটানো হয়েছিল বলে তৃণমূল নেতারা অভিযোগ তুলেছিলেন। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছিল জামুড়িয়া থানায়। অভিযোগ, সেই কারণেই সিপিএমের সমর্থক বাউরি পাড়ার বেশকিছু যুবক এসে বাঁশ লাঠি সহকারে হামলা চালায় তৃণমূল নেতাদের বাড়িতে, বাড়িতে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্বের অভিযোগ গুলিও চালানো হয়েছিল। তৃণমূল নেতা উত্তম রানা জানিয়েছেন, ভোটের দিনে আমাদের মারধর করা হয়েছিল বলে নির্দিষ্ট কিছুজনের নামে অভিযোগ করা হয়েছিল ৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটকও করেছে এবং তারপরেই সেই রাগ থেকে আমাদের বাড়িতে আক্রমণ করা হয়। রাতে গুলির শব্দ পাই। তারপর এই অতর্কিতে ইট-পাটকেল নিয়ে হামলা হয় বাড়িতে।