আসানসোল, 13 মে : হাসপাতাল ছেড়ে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে । আর এর জেরেই আসানসোল জেলা হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জেলা হাসপাতালের টেকনিশিয়ানরা। তাঁদের বক্তব্য, PPE কিট নিম্নমানের। পড়তে গেলে ছিঁড়ে যাচ্ছে। N95 মাস্ক নেই। এমনকি স্যানিটাইজার পর্যন্ত নেই। আর এই অবস্থায় হাসপাতাল থেকে সীমান্তে পাঠানো হচ্ছে । এতে একদিকে সংক্রমণের আশঙ্কা প্রবল । অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালে টেকনিশিয়ানের অভাব ঘটবে। ফলে ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে অন্য জরুরি বিভাগে স্বাস্থ্যকর্মী পাওয়া যাবে না।
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে হেলথ কিয়স্ক করা হয়েছে। যেখানে ভিন রাজ্য থেকে আসা মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ, সেই হেলথ কিয়স্কে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুধু আসানসোল জেলা হাসপাতাল থেকেই টেকনিশিয়ানদের নিয়ে যাওয়া হচ্ছে। টেকনিশিয়ানদের অল্প সময়ের মধ্যে জানান দিয়ে, তাঁদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ যেতে না চাইলে হুমকি দেওয়া হচ্ছে । সম্পূর্ণ প্রক্রিয়াটি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করা হচ্ছে বলে অভিযোগ । এই টেকনিশিয়ানদের একাংশ জানাচ্ছেন, বাধ্য করে সীমান্তে নিয়ে যাওয়া হলেও উপযুক্ত সুরক্ষা দেওয়া হচ্ছে না । নিম্নমানের PPE কিট। পড়তে গেলেই ফেটে যাচ্ছে। বাধ্য হয়ে স্টেপলার দিয়ে কিংবা সেলাই করে পরতে হচ্ছে । N95 মাস্ক পর্যাপ্ত নেই। একই মাস্ককে ধুয়ে ধুয়ে পরতে হচ্ছে । ফলে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে।