পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Blood Donor: 'হর ঘর রক্তদাতা' বার্তা নিয়ে সাইকেল যাত্রা হুগলির বাসিন্দার - Blood Donor

প্রতিটি ঘর থেকে রক্তদানে এগিয়ে আসুক যুবক-যুবতীরা, এই বার্তা নিয়ে সাইকেলে যাত্রা হুগলির জয়দেব রাউতের (Blood Donor) ৷ এদিন দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটে দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয় ।

Durgapur Blood Donor
হর ঘর রক্তদাতা বার্তা নিয়ে সাইকেল যাত্রা জয়দেব রাউতের

By

Published : Oct 9, 2022, 10:23 PM IST

দুর্গাপুর, 9 অক্টোবর: 'হর ঘর রক্তদাতা' ৷ 365 দিন সাইকেল চালিয়ে রক্তদানের বার্তা নিয়ে দিল্লির পথে হুগলির জয়দেব রাউত । লক্ষ্য একটাই, রক্তের সংকট দূরীকরণ (Durgapur Blood Donor) । রক্তের অভাবে দিন প্রতিদিন মৃত্যু হয় বহু মানুষের । বহু মানুষ এখনও রক্তদান করতে দ্বিধাবোধ করেন । রক্তদানে যুব সমাজকে জাগিয়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য ।

প্রান্তিক এলাকায় এলাকায় গিয়ে রক্তদানের উৎসাহ বাড়াতেই তাঁর এই উদ্যোগ । চলতি মাসের 1 তারিখ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বারাসতের রক্তদান ভবন থেকে বাই-সাইকেলে করে তিনি যাত্রা শুরু করেন । শনিবার মেমারি থেকে পাড়ি দেন দুর্গাপুরের উদ্দেশ্যে ।

হর ঘর রক্তদাতা বার্তা নিয়ে সাইকেল যাত্রা জয়দেব রাউতের

আরও পড়ুন:মানবসেবা নেশা, অসহায় রোগীদের ত্রাতা মেদিনীপুরের রক্তদাদা

কোনও সেলিব্রিটির সঙ্গে দেখা করার উদ্দেশ্য নেই তাঁর । তাঁর উদ্দেশ্য প্রতিটি ঘর থেকে রক্তদানে এগিয়ে আসুক যুবক-যুবতীরা, তারই বার্তা পৌঁছে দেওয়া । শনিবার মেমারি থেকে পাড়ি দেন দুর্গাপুরের উদ্দেশ্যে । দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটে দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details