পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর বিপর্যয়ে আটকে হুগলির জয়দেব, সুস্থ অবস্থায় ছেলেকে উদ্ধারের আর্জি পরিবারের - family request govt to rescue son

Uttarkashi Tunnel Accident: উত্তরকাশীতে টানেলে আটকে রয়েছেন হুগলির শ্রমিক জয়দেব প্রামাণিক ৷ সুস্থ অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধারের আর্জি জানিয়েছেন তাঁর বাবা-মা ৷

Uttarkashi Tunnel Collapse
হুগলির বাসিন্দা জয়দেব প্রামাণিক

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 5:40 PM IST

সুস্থ অবস্থায় ছেলেকে উদ্ধারের আর্জি পরিবারের

দুর্গাপুর, 14 নভেম্বর: উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে ধস ৷ তাতে আটকে রয়েছেন 40 জন শ্রমিক ৷ এদের মধ্যে রয়েছেন বাংলারও তিন পরিযায়ী শ্রমিকও । তাঁদের একজন হুগলির জয়দেব প্রামাণিক ৷ তাঁর বাবা-মা দুর্গাপুরে নিকট আত্মীয়ের বাড়িতে কালীপুজোর উৎসবে যোগ দিতে আসেন ৷ সেখানে এসেই ছেলের টানেলে আটকে পড়ার খবর পান তাঁরা ৷ সবমিলিয়ে আনন্দ উৎসবের মাঝেই মুহূর্তে তাদের জীবনে আধার নেমে এসেছে ৷ বাড়ি ও ছেলের থেকে দূরে থাকা অবস্থায় এই খবর পেয়ে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে জয়দেবের পরিবার ৷ জয়দেবের মায়ের চোখের জল বাধ মানছে না । ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন বাবা ৷

জয়দেবের বাবা তাপস প্রামাণিক বলেন, "আমি দুর্গাপুরে আসার পরে আমাকে পুলিশ ফোন করে বলে যে আমার ছেলে আটকে পড়েছে টানেলে । তাঁর সামান্য আঘাত লেগেছে । তবে এখন ওরা ঠিক আছে । উত্তরাখণ্ডে আমার ভাইয়ের মেয়ে থাকে ৷ এরপরেই আমি ভাইঝিকে ফোন করি । তাঁর স্বামী অর্থাৎ আমাদের পরিবারের জামাইয়ের হাত ধরেই জয়দেব সেখানে কাজে গিয়েছিল ৷ আজ প্রায় এক বছর হয়ে যায় সে উত্তরাখণ্ডে কাজ করছে । ভাইঝি জানিয়েছে, তাঁর স্বামীও ওই টানেলে আটকে রয়েছে । তবে তাঁরা ভালো আছে । টানেলে তাঁদের কাছে অক্সিজেন, খাবার ও জল পাঠানো হচ্ছে । এই কথা শোনার পরে থেকেই আমরা চরম উদ্বেগে রয়েছি । আটকে থাকা সবাইকে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।"

দুর্গাপুরের যে আত্মীয়ের বাড়িতে জয়দেবের বাবা-মা আছেন সেই পরিবারের কর্তা অলোক দাসও এই একই কথা জানান ৷ এখন প্রামাণিক পরিবার ও তাদের আত্মীয়-পরিজনরা চাইছেন আটকে থাকা 40 জন শ্রমিক সুস্থ অবস্থায় উদ্ধার হোক । অন্যদিকে উত্তরাখণ্ড প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে । ঘটনার তদন্ত করার জন্য গড়া হয়েছে 6 সদস্যের কমিটি ৷ তবে শ্রমিকদের সুস্থভাবে টানেল থেকে বের করাই এখন সকলের লক্ষ্য ৷

আরও পড়ুন:

  1. আটক শ্রমিকদের উদ্ধারে স্টিলের বিশাল পাইপ, অক্সিজেন-জল সরবরাহের পরামর্শ চিকিৎকদের
  2. টানেলে আটকে পড়া শ্রমিকরা 'নিরাপদ', উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details