আসানসোল, 8 ডিসেম্বর: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে হিমালয়ান রেড পান্ডার কথা উঠে এসেছিল ইটিভি ভারতে (ETV Bharat News) ৷ যেখানে প্রকাশ হয়, সেপ্টেম্বর মাসে 6টি হিমালয়ান রেড পান্ডা শাবকের জন্ম হয় পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে (Padmaja Naidu Zoological Park Darjeeling) ৷ তখন বন দফতরের থেকে আহ্বান জানানো হয়েছিল, বন্যপ্রাণ বাঁচিয়ে রাখতে প্রচুর খরচ হয় ৷ সে কারণে কোনও পশুপ্রেমী ব্যক্তি বা সংগঠন যদি এগিয়ে এসে ‘ওয়াইল্ড লাইফ অ্যাডপটেশন’ প্রকল্পে বন্যপ্রাণী দত্তক নিতে পারে ৷ তাহলে বন্যপ্রাণ বাঁচাতে সরকারের উপকার হবে ৷ ইটিভি ভারতে সেই খবর দেখে এগিয়ে এল বার্নপুরের নববিকাশ ক্লাব ৷ তাঁরা 6টি হিমালয়ান রেড পান্ডা শাবকের থেকে 1টি পান্ডা দত্তক নিয়েছে একমাসের জন্য (Himalayan Red Panda is Adopted by A Club in Asansol) ৷
শুধু হিমালয়ান রেড পান্ডা দত্তক নেওয়া নয় ৷ নববিকাশ ক্লাব প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট করে ৷ সেখানে প্রতিবছর বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নানান সামাজিক কাজ করে এই ক্লাব ৷ এমনকী ফুটবল টুর্নামেন্টের জন্য ম্যাসকট তৈরি করে তারা ৷ এবার দত্তক নেওয়া হিমালয়ান রেড পান্ডার ছবি ম্যাসকট করেছে ওই ক্লাব ৷ ওই হিমালয়ান রেড পান্ডার নামেই ম্যাসকটের নাম রাখা হয়েছে 'স্মাইলি' ৷ ইতিমধ্যেই, ওই ক্লাব কর্তৃপক্ষকে 'ওয়াইল্ড লাইফ অ্যাডপটেশন' প্রকল্পে প্রয়োজনীয় সরকারি কাগজপত্রে দেওয়া হয়েছে বন দফতরের তরফে ৷ দত্তক নেওয়ার শংসাপত্রও দেওয়া হয়েছে তাঁদের ৷ আগামী একমাসের জন্য আপাতত ওই রেড পান্ডার খাওয়া-দাওয়া ও চিকিৎসা সংক্রান্ত সব দায়িত্ব ওই ক্লাবের ৷