দুর্গাপুর , 15 এপ্রিল: কোরোনা প্রকোপে জেরবার গোটা দেশ । এই বিপদের সময় সবার সামনে থেকে লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । অন্যদিকে কোরোনার সঙ্গে পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব । তার জেরেই বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীদেরকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে । এমনই অভিযোগ করলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ বসু । ETV ভারতের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সম্মান করার বার্তাও দিলেন তিনি ।
স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ চিকিৎসকের - covid-19
কোয়ারান্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে সংঘাত দেখা গেছে রাজ্যে । কোথাও কোথাও সরকারি-বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । তাঁরা নানা কটূক্তি এবং হেনস্থার মুখোমুখি হচ্ছেন ।
কোরোনা সংক্রমণ আতঙ্কিত করে তুলেছে রাজ্যের মানুষকে । কোয়ারান্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে সংঘাত দেখা গেছে রাজ্যে । কোথাও কোথাও সরকারি-বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । তাঁরা নানা কটূক্তি এবং হেনস্থার মুখোমুখি হচ্ছেন । এই বিষয়ে মুখ খুললেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ বসু । তিনি বলেন," মাত্র কয়েকদিন আগেই আপনারা হাততালি দিয়ে এই স্বাস্থ্য কর্মীদেরকে দেশের হিরো বানিয়ে দিলেন । আবার এখন তাদেরকে পাড়ায় ঢুকতে দিচ্ছেন না । কিন্তু একবারও আপনারা ভেবে দেখছেন না যে, এই দুর্দিনে এরাই আপনাদের ত্রাতা । এই স্বাস্থ্যকর্মীরা যদি ক্ষোভে, অপমানে কাজে না আসে, তাহলে আপনাদেরকে পরিষেবা দেবে কে?" তিনি সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন জানান ,"এই বিপর্যয়ের সময়ে যারা প্রকৃত অর্থে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে । সেই স্বাস্থ্যকর্মীদের পাশে থাকুন।"
বেশ কিছু গুজব এবং কিছু মানুষের অজ্ঞতার জেরে আজ রাজ্যের বহু জায়গায় কোয়ারান্টাইন সেন্টার তৈরি করাতে বাধা দেওয়া হচ্ছে । স্বাস্থ্যকর্মীদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । কিন্তু এই বিপর্যয়ের সময় নিজেদের জীবনের পরোয়া না করে এই স্বাস্থ্যকর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন । প্রত্যেকটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য স্বাস্থ্য বিষয়ক কোনও কাজে বাধা না দিয়ে প্রশাসনের সহায়তা করা, চিকিৎসক মনে করেন এমনই ।