পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে আর্থিক সাহায্য স্বাস্থ্য ও সাফাইকর্মীদের

রাজ্য কোরোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ালেন দুর্গাপুরের স্বাস্থ্য ও সাফাই কর্মীরা । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করলেন 15 হাজার টাকা ।

Health and Cleaning Staff
স্বাস্থ্য ও সাফাই কর্মী

By

Published : Apr 9, 2020, 2:03 PM IST

দুর্গাপুর, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের সাহায্যে এগিয়ে এসেছে । নিজেদের সামর্থ্যমতো মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে টাকা দান করেছে । এবার সাহায্যে এগিয়ে এলেন দুর্গাপুরের স্বাস্থ্য ও সাফাইকর্মীরা । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করলেন টাকা ।

দুর্গাপুর নগরনিগমের 15 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য ও সাফাইকর্মীরা মুখ্যমন্ত্রীর কাজে মুগ্ধ । রাজ্যে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর লড়াইে অনুপ্রাণিত । তাই আয় সামান্য হওয়া সত্ত্বেও 15 নম্বর ওয়ার্ডের 37 জন সাফাই ও ছয় জন স্বাস্থ্যকর্মী মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে পাঁচ হাজার টাকার দান করেন । তাঁদের সঙ্গে কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও ওয়ার্ডের সভাপতি আরও মোট 10 হাজার টাকা দেন মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে ।

আজ সকালে এই 15 হাজার টাকা ওয়ার্ড অফিসের সামনে রাখা ড্রপ বাক্সে দান করা হয় । তাঁদের বক্তব্য, এই কঠিন লড়াইয়ে প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে । লড়াই করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details