আসানসোল, 14 সেপ্টেম্বর: চেক লেখা হয়েছিল 9 হাজার এবং 36 হাজার 250 টাকা । কিন্তু চেক জালিয়াতি করে ব্যাংক থেকে তুলে নেওয়া হল 29 হাজার এবং 2 লক্ষ 36 হাজার 250 টাকা । স্কুলের টাকা নয়ছয়ের এমনই অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগম এলাকায় ৷ অভিযুক্ত বাবুতালাউ নজরুল প্রাথমিক মুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলম কাদরি ৷ তিনি আসানসোল পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের এডুকেশন এবং হেলথ কমিটির সম্পাদক তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এডুকেশন ও হেলথ কমিটির সভাপতি সিকে রেশমা ।
জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডের স্কুলগুলিকে নিয়ে একটি এডুকেশন ও হেলথ কমিটি গঠন করা হয় । এই ওয়ার্ড কমিটির সম্পাদক থাকেন যেকোনও একটি স্কুলের বরিষ্ঠ প্রধান শিক্ষক এবং সভাপতি হন ওই এলাকার কাউন্সিলর । সর্বশিক্ষা মিশনের যে সমস্ত টাকা আসে তা এই ওয়ার্ড কমিটি দ্বারা পরিচালিত হয় এবং সেই টাকা তোলার জন্য সাক্ষর লাগে ওয়ার্ড এডুকেশন হেলথ কমিটির সম্পাদক এবং সভাপতির । সিকে রেশমার কথায়, কয়েকদিন আগে একটি রেজুলেশন করে 9 হাজার এবং 36 হাজার 250 টাকা তোলার জন্য দুটি চেকে তিনি সই করেন ৷ এরপর সেই চেক সই করার জন্য এই ওয়ার্ড কমিটির সম্পাদক সৈয়দ আলম কাদরিকে দেওয়া হয় । তিনিই প্রতিবার টাকা তুলে নিয়ে আসেন । কিন্তু তিনি পরে জানতে পারেন চেকে যে টাকা লেখা হয়েছিল তার তুলনায় অনেক বেশি নাকি তুলে নেওয়া হয়েছে ।