দুর্গাপুর, 16 জানুয়ারি: দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ (Headmaster Assaulted Assistant Teacher) স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ তিনি ওই বিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রবীণ শিক্ষক শক্তিপদ পাঠককে ঘাড় ধাক্কা দিয়ে স্টাফরুম থেকে বের করে দেন বলে অভিযোগ ৷ পাশাপাশি, তাঁকে শৌচালয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ এই ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্ত্বর ৷ কয়েকশো ক্ষুব্ধ অভিভাবক স্কুল ঘেরাও করে, প্রধান শিক্ষক জয়নুল হকের শাস্তির দাবি জানান ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷
সোমবার দুপুরে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে দুই শিক্ষকের মধ্যে বচসাকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড বাঁধে স্কুলে ৷ পদার্থবিজ্ঞানের শিক্ষক শক্তিপদ পাঠককে হেনস্থার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক জয়নুল হকের বিরুদ্ধে ৷ যার জেরে এদিন স্কুলের পঠনপাঠন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ৷ ঘটনা জানাজানি হতেই স্কুল ঘেরাও করেন অভিভাবকরা ৷ তাঁরা প্রশ্ন তোলেন, শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা কেন ঘটবে ? যেখানে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়, সেখানেই এই ধরনের ঘটনা কেন ?
প্রতিবাদে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ ব্যাপক উত্তেজনা তৈরি হয় স্কুল চত্ত্বরে ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিউটউনশিপ থানার পুলিশ ৷ দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ ৷ এ নিয়ে পদার্থবিদ্যার শিক্ষক শক্তিপদ পাঠক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি স্টাফরুমে এক শিক্ষিকার সঙ্গে কথা বলছিলাম ৷ সেটা বোধহয় প্রধান শিক্ষকের পছন্দ হয়নি ৷ তাই আমাকে স্টাফরুম থেকে বেরিয়ে যেতে বলেন ৷ পাশের স্টাফরুমে বসতে বলেন ৷ আমি একজন সুগারের রোগী ৷ এরপরে আমি শৌচালয়ে গেলে তিনি সেখান থেকেও আমাকে বের করে দেন ৷’’