পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেহাল সেতু সংস্কারে উদ্যোগ নেই, চলছে বিপজ্জনকভাবে পারাপার - নুনিয়া নদী

রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা সেতুর অবস্থা বেহাল । যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় এলাকার বাসিন্দারা ।

বেহাল সেতু

By

Published : Aug 29, 2019, 7:24 PM IST

রানিগঞ্জ, 29 অগাস্ট : বেহাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রানিগঞ্জের নুনিয়া নদীর উপর হাড়াভাঙা সেতু । বিপজ্জনক অবস্থায় পারাপার চলছে । যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা । সেতুর অবস্থা বিপজ্জনক হওয়ায় বন্ধ রয়েছে স্কুলের গাড়ি চলাচলও ।

রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা সেতু এখন বেহাল অবস্থায় । সেতুটি ব্রিটিশ আমলে তৈরি । সেতুর দুই পাশে ভেঙে পড়েছে ওয়াল গার্ড । ভেঙে পড়েছে সেতুর অংশ বিশেষও । 15টি গ্রামের সঙ্গে রানিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার জন্য মূলত তৈরি করা হয়েছিল সেতুটি । সাধারণ মানুষের চলাচলের জন্য সেতু তৈরি হলেও এর ওপর দিয়ে চলাচল করে ভারী গাড়ি । এই কারণেই বর্তমানে সেতুর অবস্থা বেহাল ।

স্থানীয় এক বাসিন্দা জানান, নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা ব্রিজ 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে । কিন্তু এই সেতু এখন বিপজ্জনক অবস্থায় । বর্তমানে সেতুর যা অবস্থা তাতে যান চলাচল করলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে । গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে গিয়েছিল । যার জেরে ব্রিজ ভেঙে পড়ে । স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, ECL কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজটিকে অস্থায়ীভাবে মেরামতি করে । স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যদি এই ব্রিজের ওপর নজর দেয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে ।

রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, "গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় হাড়াভাঙা ব্রিজ ভেঙে যায় । সেই সময় এলাকার বিধায়ক ও BDO সহ আমি নিজে গিয়েছিলাম পরিদর্শনে ।
পরিদর্শনের সময় বিধায়ক ব্রিজের অবস্থা দেখে ADDA তহবিল থেকে নতুন করে নুনিয়া নদীর ওপর ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছিলেন । এমনকি সেতুর দুই দিকে 'ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ' এমন দুটি সাইনবোর্ড লাগানো হবে বলে জানিয়েছিলেন । জল যাতে না জমে সেজন্য সেতুর মুখে প্লাস্টিক ও বর্জ্য পদার্থ সরিয়ে ফেলার কথাও বলেছিলেন বিধায়ক ।"

ABOUT THE AUTHOR

...view details