দুর্গাপুর, 29 জুন : কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে দেশজুড়ে বেহাল অর্থনীতি। এই কঠিন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ, এদিকে বেসরকারি স্কুলগুলির বিভিন্ন খাতে খরচ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মাসিক টিউশন ফি ছাড়া অন্যান্য খাতে ফি মকুবের দাবিতে অভিভাবকদের যৌথ মঞ্চ দুর্গাপুরের প্রায় সমস্ত বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সামনে বিক্ষোভ দেখাল।
চার দফা লকডাউন কাটিয়ে আনলক-1 এ রাজ্য তথা দেশ প্রবেশ করলেও অনির্দিষ্টকালের জন্য স্কুল গুলি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণে স্কুল খোলার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। এর মাঝেও বেসরকারি স্কুলগুলি থেকে বিভিন্ন খাতে খরচ হিসেবে ফি দাবি করায় বিক্ষোভ বসেছেন অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ থাকা সত্বেও স্কুল কর্তৃপক্ষ ডেভলপমেন্ট চার্জ সহ কম্পিউটার ,ল্যাবরেটরি ফি চাইছে । দীর্ঘ লকডাউনের কারণে সকলেই আর্থিক সংকটে পড়ায়, অভিভাবকদের একটি বড় অংশ স্কুলগুলিকে মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন। তারা জানিয়েছেন, অন্ততপক্ষে এই বছর যদি স্কুলের ডেভলপমেন্ট ফি এবং তার সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি , কম্পিউটার ফি-এগুলি না নেওয়া হলে তারা উপকৃত হন।