পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Guardian Agitation : সন্তানদের স্কুলে দিতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, উত্তাল আসানসোল - Asansol Guardian Agitation

সন্তানদের স্কুলে পৌঁছতে গিয়ে জিটি রোডে বাসের ধাক্কায় শুক্রবার মৃত্যু হয় এক মহিলার। আজ অর্থাৎ শনিবার সকাল থেকে সেই ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করেন অভিভাবকরা। এর পাশাপাশি স্কুলেও বিক্ষোভ দেখান তাঁরা (Asansol Guardian Agitation) ।

Asansol Guardian Agitation
অভিভাবকের মৃত্যুকে ঘিরে উত্তাল আসানসোল

By

Published : Apr 30, 2022, 12:47 PM IST

আসানসোল, 30 এপ্রিল : যমজ ছেলে-মেয়েদের স্কুলে পৌঁছতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গতকাল মৃত্যু হয় এক মহিলার ৷ তার জেরে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে শনিবার তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা (Asansol Guardian Agitation) ৷

গতকাল সকালে বার্নপুরের বাসিন্দা বেবী সাউ (42) নামে এক মহিলা যমজ সন্তানদের স্কুলে পৌঁছাতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো আসানসোলের চেলিডাঙার কাছে বাস থেকে নেমেছিলেন। সেখানেরই এক বেসরকারি স্কুলে পড়ে তাঁর সন্তানরা।

এরপর জিটি রোড পার করতে গিয়ে প্রথমে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মারে। তিনি পড়ে গেলে একটি বাস তাঁকে চাপা দেয়। পুলিশ ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল বিকেলে মৃতদেহ নিয়ে থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ওই মৃত মহিলার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।

শনিবার সকাল থেকে জিটি রোড অবরোধ করেন ওই অঞ্চলে থাকা তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, চেলিডাঙা এলাকায় জিটি রোডের উপরে ওই স্থানে তিনটি স্কুল থাকলেও ট্রাফিক পুলিশ প্রায়শই থাকে না। ওই স্থানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই, এমনকী স্পিড ব্রেকারও নেই। ছাত্রছাত্রীর অভিভাবকদের প্রাণ হাতে নিয়ে জিটি রোড পারাপার করতে হয়।

ট্রাফিক ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে অভিভাবকরা এদিন রাস্তায় নামেন

আরও পড়ুন :দিল্লিতে মোমবাতি মিছিল শহিদ পরিবারগুলির, উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি

অবিলম্বে পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন অভিভাবকরা। এর পাশাপাশি স্কুলেও তাঁরা বিক্ষোভ দেখান। স্কুলের তরফে কেন কোনও নিরাপত্তারক্ষী রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details