আসানসোল, 30 এপ্রিল : যমজ ছেলে-মেয়েদের স্কুলে পৌঁছতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গতকাল মৃত্যু হয় এক মহিলার ৷ তার জেরে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে শনিবার তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা (Asansol Guardian Agitation) ৷
গতকাল সকালে বার্নপুরের বাসিন্দা বেবী সাউ (42) নামে এক মহিলা যমজ সন্তানদের স্কুলে পৌঁছাতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো আসানসোলের চেলিডাঙার কাছে বাস থেকে নেমেছিলেন। সেখানেরই এক বেসরকারি স্কুলে পড়ে তাঁর সন্তানরা।
এরপর জিটি রোড পার করতে গিয়ে প্রথমে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মারে। তিনি পড়ে গেলে একটি বাস তাঁকে চাপা দেয়। পুলিশ ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল বিকেলে মৃতদেহ নিয়ে থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ওই মৃত মহিলার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।