পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kazi Nazrul University: বিদ্রোহী কবির ব্যবহৃত গ্রামোফোন এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, গবেষণায় খুলবে নতুন দিক - Gramophone

Gramophone used by Kazi Nazrul Islam: কাজী নজরুল ইসলামের ব্যবহৃত গ্রামোফোন এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৷ এর ফলে গবেষণায় নতুন দিক খুলে যাবে বলে আশাবাদী উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷

Kazi Nazrul University
বিদ্রোহী কবির ব্যবহৃত গ্রামোফোন

By

Published : Aug 2, 2023, 6:57 PM IST

বিদ্রোহী কবির ব্যবহৃত গ্রামোফোন এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

আসানসোল, 2 অগস্ট: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে সুখবর । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যবহৃত গ্রামোফোন এবং বেশ কিছু দুষ্প্রাপ্য রেকর্ড এ বার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হল । সেগুলিকে আর্কাইভ ক'রে রাখা হবে । বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের গবেষণার জন্য যাঁরা আসবেন, তাঁদের গবেষণার স্বার্থেই এমন দুষ্প্রাপ্য জিনিসকে নিয়ে আসা হয়েছে । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এমন দুষ্প্রাপ্য এবং অমূল্য জিনিসকে সংরক্ষণ করাই তাঁদের প্রধান কর্তব্য ।

গ্রামোফোনই ছিল সঙ্গী: আসানসোল মহকুমারই জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দুখু মিঞা ওরফে কাজী নজরুল ইসলাম । এই জামুড়িয়ার চুরুলিয়াতেই তাঁর বেড়ে ওঠা । আসানসোলের বেকারিতে চাকরি করা । পরবর্তীকালে লেটো গানের সঙ্গে যোগ দেওয়া । নজরুল একজন কবি এবং বিশিষ্ট সঙ্গীতকার হয়ে উঠেছিলেন । তাঁর রচিত সঙ্গীত বিস্ময় জাগায় । কাজী নজরুল ইসলাম মুসলিম হয়েও প্রচুর শ্যামাসঙ্গীত লিখে গিয়েছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হয়ে রয়েছে । তাঁর জীবন জুড়েই ছিল সঙ্গীত । আর তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল দুটি গ্রামোফোন । যেগুলি কবি নিজে ব্যবহার করতেন । সজ্ঞানে থাকার শেষ দিন পর্যন্ত গ্রামোফোন ছিল তাঁর সঙ্গী ।

আরও পড়ুন:প্রয়াত নজরুল ইসলামের পুত্রবধূ শিল্পী কল্যাণী কাজী, স্মৃতিচারণায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

সংরক্ষণ হচ্ছে গ্রামোফোন: কবির ব্যবহৃত একটি গ্রামোফোন রয়েছে কবির জন্মস্থান চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমির সংরক্ষণশালায় । আরও একটি দুস্প্রাপ্য ও অমূল্য গ্রামোফোন সম্প্রতি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে । বর্তমানে নজরুল অ্যাকাডেমির যে সংগ্রহশালা রয়েছে, সেই সংগ্রহশালাটিও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে । সুতরাং কবির ব্যবহৃত দুটি গ্রামোফোনই এখন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে । এই গ্রামোফোন দুটিকে সঠিকভাবে, আধুনিক উপায়ে সংরক্ষণ করাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।

যা বললেন উপাচার্য: তিনি বলেন, "কাজী নজরুল ইসলামের ব্যবহার করা এই গ্রামোফোনগুলি আর্কাইভ করা হবে । এগুলিকে যাতে সঠিক অর্থে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আমরা নিশ্চিত হব । এই গ্রামোফোনগুলি ইংল্যান্ডে নির্মিত । শুধু গ্রামোফোন নয়, রয়েছে কবির কণ্ঠস্বরের রেকর্ড । পাশাপাশি নজরুলের পুরনো গানের বেশ কিছু দুস্প্রাপ্য রেকর্ড । এই গ্রামোফোনগুলিকে কারিগরি মেরামতি করে চালু করাই আমাদের উদ্দেশ্য । যাতে যাঁরা গবেষণা করতে আসবেন, তাঁরা এই রেকর্ড এবং গ্রামোফোন ব্যবহার করে তাঁদের গবেষণার কাজে লাগাতে পারেন । কবির কণ্ঠস্বর শুনতে পারেন । আমরা মনে করছি, গবেষণার ক্ষেত্রে এক নতুন দিকের উন্মোচন হবে ।"

ABOUT THE AUTHOR

...view details