পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Govt Employees Sangrami Mancha: রাজ্যের অবস্থা দেশের মানুষকে জানাতেই দিল্লিতে ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের - Due DA

রাজ্যের অবস্থা দেশের মানুষকে জানাতেই দিল্লিতে ধরনা সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের ৷ ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা ভাস্কর ঘোষ ৷ 10 ও 11 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে হওয়া ধরনা নিয়েও কথা বললেন তিনি ৷

Govt Employees Sangrami Mancha ETV BHARAT
Govt Employees Sangrami Mancha

By

Published : Apr 4, 2023, 4:54 PM IST

সরকারি কর্মচারীদের চোর-ডাকাত বলার প্রতিবাদে ধিক্কার আসানসোলে

আসানসোল, 4 এপ্রিল: শিক্ষক ও সরকারি কর্মচারীদের আন্দোলন এবারে রাজ্য ছাড়িয়ে দিল্লির দিকে ৷ পূর্ব ঘোষণা মতো আগামী 10 এবং 11 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করবে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এই অবস্থান বিক্ষোভ মূলত বকেয়া ডিএ নিয়ে ছিল প্রথমে ৷ এ বার সেই তালিকায় অন্যান্য ইস্যুও যোগ হল ৷ কেন রাজ্যের মেধা বাইরে চলে যাচ্ছে ? কেনই বা যোগ্যতার ভিত্তিতে এ রাজ্যে চাকরি হয় না ? কী চলছে এই রাজ্যে ? তা দেশের মানুষের কাছে তুলে ধরা হবে ৷ এমনটাই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ ৷

আম্বেদকরের মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী 30 ঘণ্টা অবস্থানের সময় শিক্ষক ও সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ এই অভিযোগে প্রতিবাদ সভা সংগঠিত হল আসানসোলে ৷ সংগ্রামী যৌথ মঞ্চের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনর ভাস্কর ঘোষ ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে ভাস্কর ঘোষ জানান, গত 67 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান ও আন্দোলন চলছে ৷ তিনি দাবি করেছেন, তাঁদেরকেই কাউন্টার করতে রেড রোডে 600 মিটার দূরত্বে আম্বেদকর মূর্তির নিচে মুখ্যমন্ত্রী 30 ঘণ্টা বসেছিলেন ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘সেই মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে বলেছেন, সবসময় শুধু চাই চাই ৷ যত চোর ডাকাতের দল ওখানে বসে আছে ৷ ডাকাতের সর্দারেরা বসে আছে ৷’’

তিনি অভিযোগ করেছেন, এই যে অবমাননাকর কথা রাজ্য প্রশাসনের তরফে করা হয়েছে কোনও তদন্ত ছাড়াই ৷ কোনও তথ্য প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে দিতে পারেন না ৷ এমনকি আন্দোলনকারীরা সবাই চিরকুটে চাকরি পেয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্যের বিরুদ্ধেই রাজ্য জুড়ে কর্মচারী ও শিক্ষকরা ধিক্কার জানাচ্ছেন বলে জানান ভাস্কর ঘোষ ৷ আগামী 6 এপ্রিল বকেয়া ডিএ এর দাবি ফের একবার কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ ৷ আর তার পরেই 10 এবং 11 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা ৷ উল্লেখ্য, 11 এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ৷

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধরনার দিনেই ডিএ ইস্যুতে গণ ছুটিতে সরকারি কর্মচারীরা

পাশাপাশি, চিরকুটে চাকরি মন্তব্য নিয়ে এ বার মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি দিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এ বিষয়ে জানাতে গিয়ে ভাস্করবাবু ইটিভি ভারতকে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা নাকি চিরকুটে চাকরি পেয়েছি ৷ সেই কারণে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব যে, আপনি তদন্ত কমিশন বসান ৷ আমরা সেই তদন্ত কমিশনের মুখোমুখি হতে রাজি আছি ৷ কারণ আমরা ভালো করে জানি আমরা কীভাবে চাকরি পেয়েছি ৷ আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি ৷ আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি ৷ আমরা দ্যর্থহীন ভাষায় সেটা ঘোষণা করছি ৷ মুখ্যমন্ত্রী নিজের চুরি ঢাকতে, অন্যকে চোর বলছেন ৷’’

দিল্লিতে অবস্থান প্রসঙ্গে ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন, জনগণের টাকায় নিজেদের ভাবমূর্তিকে তুলে ধরতে প্রচার করা হয়েছে দেশের মানুষের কাছে ৷ কিন্তু, এ রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ তিনি এও অভিযোগ করেছেন, সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের মেধা অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে ৷ যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে চাকরি পাওয়ার অধিকার খর্ব করা হয়েছে বলেও সরব হন তিনি ৷ সেই সমস্ত সত্য তুলে ধরতেই তাঁদের দিল্লি যাওয়া ৷ কীভাবে এই রাজ্য চলছে, কীভাবে সাধারণ মানুষ-সহ বেকার যুবক-যুবতিদের ভবিষ্যত নষ্ট করা হচ্ছে, তা জাতীয় রাজধানী থেকে দেশের সামনে তুলে ধরবে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details