পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাসায়নিক মিশ্রিত জলে ফসল নষ্ট, চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু

বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ কৃষি দফতরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি খতিয়ে দেখেন এবং সেই ধান সংগ্রহ করে নিয়ে যান ।

রাসায়নিক মিশ্রিত জলে চাষে ফলন নষ্ট, চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু
রাসায়নিক মিশ্রিত জলে চাষে ফলন নষ্ট, চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু

By

Published : May 21, 2021, 3:59 PM IST

দুর্গাপুর, 20 মে :পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জমিতে মিথেন গ্যাস উত্তোলনের সময় যে রাসায়নিক মিশ্রিত জল বের হয়, তা পড়ে কুনুর নদীর জলে । কয়েকদিন আগে এই ঘটনা ঘটে ৷ দূষিত জলে চাষাবাদ হয় আর তার ফলে ধান-সহ সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে ।

চাষিরা অভিযোগ করেন, খুব কম সময়ের মধ্যেই ধান পাকার মতো রঙ হয়ে যাচ্ছে এবং ফলন হচ্ছে না । ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বোরো ধান চাষিরা । ক্ষতিগ্রস্ত হন আকন্দরা এবং মলানদীঘির প্রায় কয়েকশো চাষি । এই সমস্যার কথা জানতে পেরে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান। সেই প্রতিশ্রুতি মতো কৃষকদের পাশে দাঁড়াল কৃষি দফতর ।

আরও পড়ুন :কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক

বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ কৃষি দফতরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি খতিয়ে দেখেন এবং সেই ধান সংগ্রহ করে নিয়ে যান । কৃষি দফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কুনুর নদীর জল দূষিত হওয়ার কারণে ক্ষতি হচ্ছে ধানের । খুব কম সময়ের মধ্যেই যাতে কৃষকরা সাহায্য পায় সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details