দুর্গাপুর, 20 মে :পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জমিতে মিথেন গ্যাস উত্তোলনের সময় যে রাসায়নিক মিশ্রিত জল বের হয়, তা পড়ে কুনুর নদীর জলে । কয়েকদিন আগে এই ঘটনা ঘটে ৷ দূষিত জলে চাষাবাদ হয় আর তার ফলে ধান-সহ সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে ।
চাষিরা অভিযোগ করেন, খুব কম সময়ের মধ্যেই ধান পাকার মতো রঙ হয়ে যাচ্ছে এবং ফলন হচ্ছে না । ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বোরো ধান চাষিরা । ক্ষতিগ্রস্ত হন আকন্দরা এবং মলানদীঘির প্রায় কয়েকশো চাষি । এই সমস্যার কথা জানতে পেরে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান। সেই প্রতিশ্রুতি মতো কৃষকদের পাশে দাঁড়াল কৃষি দফতর ।