আসানসোল, 22 জুলাই: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের 14 দিনের জেল হেফাজতের পর শুক্রবার পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় তাকে (Government Lawyer and Investigating Officer Absent) । কিন্তু এদিন শুনানির সময় সরকারি আইনজীবী, সিবিআই-এর তদন্তকারী অফিসার উপস্থিত ছিলেন না । এমনকী কেস ডায়েরিও কোর্টে নিয়ে আসা হয়নি ।
সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, সরকারি আইনজীবী বিভিন্ন কাজে আটকে যেতে পারেন । তাই তিনি হয়ত অনুপস্থিত ছিলেন । কিন্তু তদন্তকারী অফিসার এবং কেস ডায়েরি ছিল না এটা খুব দুঃখজনক । সিবিআইয়ের পক্ষ থেকে নতুন কিছু জমা পড়েনি এই কেসে । সায়গল হোসেনকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
গত 9 জুন গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে । এরপর তাকে পরপর দু'বার সিবিআই হেফাজতে নেয় । কিন্তু সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা দাবি করেছিলেন একটি মাত্র ইলেকট্রিক বিল ছাড়া তেমন কিছুই উদ্ধার করতে পারেনি সিবিআই ।