দুর্গাপুর, 13 জুন : রবিবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে বেসরকারিকরণের বিরুদ্ধে এবার সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন ৷ কেন্দ্রের বিজেপি সরকার দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত এএসপি কারখানাকে বিলগ্নীকরণের সিদ্ধান্ত গ্রহণ করে । এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ রাজ্যের সমস্ত শ্রমিক সংগঠন একযোগে এই বেসরকারিকরণের বিরোধিতা করে ।
দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে । আইএনটিটিইউসির সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন দুর্গাপুরের একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাষ্ট্রায়ত্ত শিল্পকে ততদিন বেসরকারিকরণ করা যাবে না যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন ।