পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল

অন্ডালে ট্রেন লাইনচ্যুত। যার জেরে ব্যাহত ট্রেন চলাচল।

train

By

Published : Mar 26, 2019, 2:41 AM IST

অন্ডাল, ২৬ মার্চ : গতকাল রাতে অন্ডালে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এর জেরে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।

রেল সূত্রে জানা গেছে, আপ হাওড়া-রাজেন্দ্রনগর ট্রেনকে দুর্গাপুর স্টেশনে রানিগঞ্জে মোকামা এক্সপ্রেস ট্রেনকে এবং রাজবাঁধে মুজফ্ফরপুর এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়।

রেলের তরফে জানানো, ঘটনাস্থানে রেলকর্মীরা গিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বেশ কিছু ট্রেনকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details