পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে সোনার দোকান লুট দুষ্কৃতীদের - shop

আজ ভোর রাতে আসানসোলে সোনার দোকানে লুটপাট 12 থেকে 15 জন দুষ্কৃতীর ।

সোনার দোকানে লুট

By

Published : Jul 14, 2019, 8:09 PM IST

আসানসোল, 14 জুলাই : সোনার দোকানে লুটপাট কয়েকজন দুষ্কৃতীর । আসানসোলের ধাদকা গ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল থানার পুলিশ । কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

জানা যায়, আজ ভোর রাতে 12 থেকে 15 জন দুষ্কৃতী গেটের তালা ভেঙে দোকানে প্রবেশ করেছিল । মুখ কাপড়ে ঢাকা থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বাধা দিতে এলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

দোকানের মালিক বলেন, আজ ভোর রাতে দোকানের 3টি গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করে। সোনা ও রুপোর গয়না লুট করে নিয়ে যায় তারা । অভিযোগ, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, ভল্ট লুটের । কিন্তু স্থানীয় বাসিন্দাদের কারণে উদ্দেশ্য সফল হয়নি । স্থানীয় বাসিন্দা রোহন কুমার বলেন, '' আজ ভোরে পাড়ার দোকানে লুট হচ্ছে দেখতে পাই । চিৎকার করতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে । ''

পুলিশ জানায়, ঘটনাস্থানে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details