আসানসোল, 12 সেপ্টেম্বর: আসানসোলের (Asansol Robbery) স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় (Gold Loan Office Robbery) ডাকাতির ঘটনায় তদন্তে গেলেন ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা । আজ বেশ কয়েকজনের প্রতিনিধিদল ওই সংস্থায় যায় এবং নমুনা সংগ্রহ করে ৷ যদিও বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় তাঁরা কিছু জানাতে চাননি । ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছেন তাঁরা ।
গতকালই আসানসোল বাজার এলাকায় স্বর্ণ ঋণ প্রদানকারী একটি সংস্থায় ডাকাতির ঘটনা ঘটে । ভরদুপুরে 4 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রেতা সেজে ওই সংস্থার দফতরে ঢুকে পড়ে । তারপর নিরাপত্তারক্ষীদের মারধর করে এবং কর্মীদের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে চাবি নিয়ে নেয় দুষ্কৃতীরা ৷ 12 কেজি সোনা এবং নগদ 10 লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয় ।
আরও পড়ুন:Post Poll Violence: তুফানগঞ্জে তৃণমূল কর্মী খুনে সিবিআইয়ের জালে 3 বিজেপি কর্মী-সহ 4
ঘটনার পরেই বাংলা-ঝাড়খণ্ড সীমানা এবং অন্যান্য জেলার সঙ্গে আসানসোলের সীমানা সিল করে দেওয়া হয় । কিন্তু তারপরও দুষ্কৃতীদের কোনও সন্ধান পায়নি পুলিশ । অন্যদিকে, ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি । গতকাল সন্ধ্যায় তারা আসানসোলে যায় এবং সেখানে গিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ওই আর্থিক ঋণ প্রদানকারী সংস্থার দফতর পরিদর্শন করে ৷
স্বর্ণ ঋণ সংস্থায় ডাকাতির তদন্তে ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা আরও পড়ুন :Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ
আজ ওই স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার দফতরে যান ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা । তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যান । যদিও বিষয়টি নিয়ে বিশেষ কিছু জানাতে চাননি অফিসারেরা । এক শীর্ষ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেন, "আমরা তদন্তকারী অফিসারদের সহযোগিতা করতে এসেছি । আমরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম । এরপর ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করা হবে । যদিও এর বেশি এই বিষয়ে আমি কিছু বলতে পারব না । কারণ বিষয়টি কোর্টের বিচারাধীন ।
আরও পড়ুন :Vadhu Festival: বাংলার লোকসংস্কৃতি ভাদু উৎসবকে বাঁচাতে তৎপর কাঁকসার বাগদি সমাজ