আসানসোল, 9 মার্চ: আবর্জনার গুদামে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের রেলপারে । বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার বাবুয়া তালাউ এলাকায় একটি প্লাস্টিক ও আবর্জনার গোডাউনে আগুন লাগে (Godown catches fire in Asansol) । দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় তিনঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে । তবে হতাহতের কোনও খবর নেই ।
যদিও আগুনে ভয়ংকর রূপে এলাকায় আতঙ্ক ছড়ায় । আশেপাশের বাড়ি আগুন ছড়িয়ে পড়লে বিপজ্জনক কাণ্ড হত । রেলপারের বাবুয়া তালাউ এলাকায় এক ব্যক্তি ভাঙা প্লাস্টিকের জিনিস, পলিথিন, আবর্জনা স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া নানান প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ করে ব্যবসা করেন । খোলা আকাশের নিচে তার ওই আবর্জনার স্তুপের বিরাট গোডাউন । চলছে সবেবরাতের মরশুম । স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাজি পোড়ানোর কারণে আগুনের ফুলকি থেকে ওই আবর্জনার গোডাউনে আগুন লেগে যায় । মুহুর্তে আগুন তার নিয়ন্ত্রণ হারায় । প্রায় দু'তলা বাড়ির সমান আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে । যার ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় ।