পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Go Back Slogan: 'গো ব্যাক' স্লোগানে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না-পেরে ফিরলেন উপাচার্য - গো ব্যাক স্লোগান

9 দিন ধরে শিক্ষকদের বিক্ষোভ চলছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Kazi Nazrul University in Asansol) ৷ মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে 'গো ব্যাক' ধ্বনি দিতে শুরু করে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা । অবশেষে ফিরে যান উপাচার্য ৷

Go Back Slogan Against VC
গো ব্যাক স্লোগান

By

Published : Mar 21, 2023, 10:54 PM IST

বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পেরে ফিরে গেলেন উপাচার্য

আসানসোল, 21 মার্চ: তুমুল আলোড়ন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Go Back Slogan Against Vc of Kazi Nazrul University) । গত 9 দিন ধরে চলা শিক্ষকদের বিক্ষোভের চূড়ান্ত রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে । ন'দিন পর এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয় ঢুকতে গেলে শিক্ষকদের আন্দোলনের বাধার মুখে পড়েন । তাঁকে আন্দোলনকারীদের সঙ্গে সেখানেই বসে কথা বলতে বলা হয় । কিন্তু উপাচার্য আন্দোলনকারীদের সঙ্গে ধরনা মঞ্চে বসে কথা বলতে অস্বীকার করেন । এরপরই 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা ।

ঘটনার সূত্রপাত ন'দিন আগে ৷ কাজী নজরুল ইউনিভার্সিটির রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করেছিলেন উপাচার্য সাধন চক্রবর্তী । চন্দন কোনারকে বরখাস্ত করা অনৈতিক বলে দাবি করেছিলেন শিক্ষকেরা । তারপর থেকেই উপাচার্যের দুর্নীতি-সহ তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন শুরু করেন শিক্ষকরা । বিগত নয় দিন ধরে সেই আন্দোলন চলছে । মঙ্গলবার সেই আন্দোলনে যোগ দেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরাও । আন্দোলন চলাকালীন গত ন'দিন ধরে বিশ্ববিদ্যালয়ে আসেননি উপাচার্য সাধন চক্রবর্তী । মঙ্গলবার সকাল থেকেই শোনা যাচ্ছিল উপাচার্য সাধন চক্রবর্তী হয়ত বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন । শিক্ষকরা জানিয়েছিলেন যে, উপাচার্য এলে আগে তাদের সঙ্গে কথা বলতে হবে ৷ তবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন তিনি ।

আরও পড়ুন:মোদির দফতরের সামনে কেন ধরনা দিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিরোধীদের

এদিন বিকেলে ধরনা মঞ্চে আসেন উপাচার্য সাধন চক্রবর্তী । বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলেও শিক্ষকরা তাঁকে জানান, তাঁদের সঙ্গে কথা বলে তারপরে তিনি তাঁর চেম্বারে যেতে পারবেন । কিন্তু সাধন চক্রবর্তী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন । উপাচার্য দাবি করেন, আগে চেম্বারে গিয়ে কাজকর্ম বুঝে তারপরেই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলবেন নিজের চেম্বারে । উপাচার্যের সঙ্গে বাদানুবাদের মাঝেই 'গো ব্যাগ' স্লোগান দিতে শুরু করেন শিক্ষকরা । অবশেষে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে চলে যান উপাচার্য । ফিরে যাওয়ার আগে তিনি বলেন, "এই আন্দোলন সম্পূর্ণ বেআইনি এবং তিনি সরকারকে সম্পূর্ণ রিপোর্ট দেবেন এই বিষয়ে ।"

ABOUT THE AUTHOR

...view details