পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে ফাঁড়ি ঘেরাও, অবরোধ আদিবাসীদের

দুর্গাপুরে সিন্ডিকেটের লড়াইতে জখম আদিবাসী নেতা । তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ ফাঁড়ি ঘেরাও গাঁওতার আদিবাসীদের ।

দুর্গাপুরে সিন্ডিকেট লড়াই

By

Published : Nov 16, 2019, 9:05 PM IST

Updated : Nov 16, 2019, 11:52 PM IST

দুর্গাপুর, 16 নভেম্বর : দুর্গাপুরে শনিবার দিনভর অবরোধের পর রাতের দিকে তা তুলে নেয় আদিবাসীরা । দুর্গাপুরে আবাসন নির্মাণকে কেন্দ্র করে আদিবাসীদের একাংশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়েছিল । সেই ঘটনায় জখম হন আদিবাসী নেতা শ্যামল মুর্মু ও তৃণমূলকর্মী শ্যামল বন্দ্যোপাধ্যায় । শ্যামল মুর্মুর গায়ে হাত দেওয়ার পর থেকেই তৃণমূলকর্মী শ্যামল বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবিতে আজ দুপুর থেকে জমায়েত শুরু হয় দুর্গাপুরের পলাশডিহাতে ।

শ্যামলকে গ্রেপ্তারের জন্য পুলিশকে দেওয়া হয় 48 ঘণ্টা সময় । একই দাবিতে আজ দুপুর থেকে তির, ধনুক, বল্লম ইত্যাদি নিয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে আদিবাসীরা । পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কমব্যাট ফোর্স ।

গত মঙ্গলবার দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে নির্মীয়মাণ আবাসন প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী ও শ্রমিক নিয়োগের বরাত পাওয়া নিয়ে শুরু হয় সিন্ডিকেটের লড়াই । আদিবাসী গাঁওতার ও তৃণমূলের কর্মীদের মধ্যে এনিয়ে সংঘর্ষ হয় ৷ জখম হয় দু'পক্ষের দু'জন । দুই পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের হয় । পরিস্থিতি সামাল দিতে সেদিনও নামানো হয় পুলিশ ও কমব্যাট ফোর্স । পুলিশে অভিযোগ করা হলেও কোনও পক্ষের কাউকে গ্রেপ্তার করা হয়নি । কিন্তু তৃণমূলকর্মীর গ্রেপ্তারের দাবিতে আজ ফরিদপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে আদিবাসীরা ।

পরে আন্দোলনের চাপের কাছে নতি স্বীকার করে পুলিশ মুচলেকা দেওয়ায় ঘেরাও তুলে নেওয়া হয় । আদিবাসীরা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে শ্যামল মুর্মুকে যারা মারধর করেছিল তাদের গ্রেপ্তার না করতে পারলে সোমবার ফের পশ্চিম বর্ধমান সহ রাজ্যের ৭ টি জেলায় আদিবাসীরা পথ অবরোধ করবে ।

Last Updated : Nov 16, 2019, 11:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details