পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fugitive Accused Arrested: দুর্গাপুর থেকে পলাতক আসামি ফের গ্রেফতার কুলটিতে - আসানসোলের খবর

পুলিশের তৎপরতায় ফের গ্রেফতার পলাতক আসামি (Fugitive Accused Arrested) ৷ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটি থানার (Kulti Police Station) অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ঘটনা ৷

Fugitive Accused Arrested in Kulti Police Station area of Paschim Bardhaman
Fugative Accused Arrested: দুর্গাপুর থেকে পলাতক আসামী ফের গ্রেফতার কুলটিতে

By

Published : Nov 6, 2022, 1:41 PM IST

Updated : Nov 10, 2022, 4:53 PM IST

আসানসোল, 6 নভেম্বর:পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না বিচার বিভাগীয় হেফাজতে (Jail Custody) থাকা কুখ্যাত আসামির ৷ পুলিশের তৎপরতায় আবার ধরা পড়ে গেল সে (Fugative Accused Arrested) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটি থানার (Kulti Police Station) অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় ৷ ধৃত ওই আসামির নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 22 অক্টোবর জামুড়িয়ার শ্রীপুর এলাকা থেকে সাহাবুদ্দিনকে গ্রেফতার করে দুর্গাপুর এনটিএস থানার পুলিশ ৷ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ বস্তুত, পুলিশের খাতায় সাহাবুদ্দিনের নাম রয়েছে বহু বছর ধরে ৷ দাগি আসামী হিসাবেই পুলিশ তাকে চেনে ৷ অতীতে অস্ত্র আইনেও এই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে ৷

আরও পড়ুন:চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত যুবকের, হাসপাতালে এসে নালিশ অগ্নিমিত্রার

সূত্রের দাবি, এমন একজন দুষ্কৃতীকে পাহারা দেওয়ার জন্য যে পরিমাণ সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, তা করা হয়নি ৷ তার জেরেই গত 24 অক্টোবর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সাহাবুদ্দিন ৷ এরপর বাংলা-ঝাড়খণ্ড সীমানা-সহ বিভিন্ন জেলার সীমানাগুলিতেও শুরু হয় নাকাচেকিং ৷ পাশাপাশি, প্রতিটি থানা ও ফাঁড়িতেও সাহাবুদ্দিনের ছবি পাঠিয়ে দেওয়া হয় ৷

এরই মধ্যে শনিবার রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, নিয়ামতপুর বাজার এলাকায় সাহাবুদ্দিনকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে ৷ এই খবর পেয়েই অভিযানে নামে পুলিশ ৷ নিয়ামতপুর ফাঁড়ির আইসি অখিল মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয় ৷ তাতে সফল হয় পুলিশ ৷ ফের একবার তাদের হাতে ধরা পড়ে যায় মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু ৷

উল্লেখ্য, 2017 সালে এই সাহাবুদ্দিনকে নিয়ামতপুর ফাঁড়িরই পুলিশ গ্রেফতার করেছিল ৷ সেই সময় তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ উঠেছিল ৷ এদিকে, শনিবার পলাতক আসামি ফের ধরা পড়ায় স্বস্তি ফিরেছে জেলার পুলিশ মহলে ৷

Last Updated : Nov 10, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details