পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণের হুমকি, ঘরছাড়া বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে - bjp complaints against tmc

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে নির্বাচন শেষ হলেও , শেষ হচ্ছে না ভোট পরবর্তী হিংসা ৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া প্রায় দেড়শো বিজেপি কর্মী ৷ ঠাঁই হয়েছে বিজেপির জেলা অফিসে । অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

bjp complaints against tmc
bjp complaints against tmc

By

Published : May 8, 2021, 10:27 AM IST

পাণ্ডবেশ্বর , 8 মে : নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া প্রায় দেড়শো বিজেপি কর্মী ৷ ঠাঁই হয়েছে বিজেপির জেলা দলীয় অফিসে । এমনটাই দাবি বিজেপির ৷

এমন ঘটনার জন্য তারা দায়ী করেছে তৃণমূলকেই ৷ বিজেপি কর্মী শিল্পী মণ্ডল বলেন, ‘‘তৃণমূলের গুণ্ডারা আমাকে বাড়ি ছাড়া করেছে ৷ আমাকে ধর্ষণ করার হুমকি দিয়েছে ৷ এই বাংলার মেয়েকে চায় ৷ এই মুখ্যমন্ত্রী ! বাংলায় কি উন্নতি হবে ? যেখানে বাংলার মেয়ে সুরক্ষিত থাকতে পারে না ৷ প্রশাসন আমাদের কোনও সাহায্যে করছে না ৷ আমাকে উপপ্রধান ধর্ষণের হুমকি দিয়েছে ৷’'

আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর পরিবার

আরও পড়ুন :হরিদেবপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

একই সুর শোনা গেল জামুরিয়া চিচুড়িয়া অঞ্চলের বাসিন্দা তথা বিজেপি কর্মী রবীন রজকের গলাতেও ৷ তিনি বলেন , ‘‘আমার বাড়িতে সাংঘাতিক অত্যাচার করছে ৷ ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে তৃণমূলের হার্মাদরা ৷ তিনশো জন এসে ঘরদুয়ার সব নষ্ট করে দিয়েছে ৷ আমার ছেলের উপরও অত্যাচার করেছে ৷ বিজেপি করা অপরাধ ?’’

যদিও এই বিষয় নিয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ভি শিবদাশন দাশুকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details