পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুস্থদের বিনামূল্যে ম্যারেজ রেজিস্ট্রির উদ্যোগ আসানসোলে - পশ্চিম বর্ধমান

লকডাউনের ফলে বহু মানুষ কাজ হারিয়েছে ৷ তাই অনেকেই চাইলেও ম্যারেজ রেজিস্ট্রি করতে পারছেন না ৷ এই পরিস্থিতিতে BPL অন্তর্ভূক্ত মানুষদের বিনামূল্যে ম্যারেজ রেজিস্ট্রি করিয়ে দেওয়ার কথা জানালেন আসানসোলের ম্যারেজ অফিসাররা ৷

আসানসোল
আসানসোল

By

Published : Jun 4, 2020, 4:50 PM IST

আসানসোল, 4 জুন : লকডাউন পরিস্থিতিতে ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে না ৷ দুস্থরা এই কঠিন সময়ে ম্যারেজ রেজিস্ট্রি করার টাকা জোগাড় করতে পারছে না ৷ তাই BPL অন্তর্ভূক্ত মানুষদের বিনামূল্যে ম্যারেজ রেজিস্ট্রি করে দেওয়ার ঘোষণা করলেন আসানসোলের ম্যারেজ অফিসাররা ৷ শুধু তাই নয়, সরকারের কোষাগারে রেজিস্ট্রির খরচও তাঁরাই দেবেন বলে জানিয়েছেন ৷

বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ম্যারেজ রেজিস্ট্রি ৷ সবক্ষেত্রেই বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট প্রয়োজন হয় ৷ কিন্তু, লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়ে হাতে টাকা নেই দুস্থ মানুষদের ৷ ফলে প্রচুর বিয়ে বাতিল হয়েছে ৷ মন্দিরে কেউ কেউ স্বল্প পরিসরে বিয়ে সারলেও অনেকেই খরচের ভয়ে রেজিস্ট্রি করছেন না ৷ আর তাই দুস্থদের কথা ভেবে বিনামূল্যে ম্যারেজ রেজিস্ট্রি করানোর উদ্যোগ নিয়েছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ৷

আজ পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে এসে এমনই জানালেন ম্যারেজ অফিসাররা ৷ সংগঠনের চেয়ারম্যান অনিমেষ চক্রবর্তী বলেন, "দুস্থদের ম্যারেজ রেজিস্ট্রি করতে কোনও টাকা নেওয়া হবে না ৷" শুধু তাই নয়, সরকারি কোষাগারে যে রেজিস্ট্রির জন্য খরচ দিতে হয় সেই টাকাও সংগঠনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details