পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 27, 2020, 3:42 AM IST

ETV Bharat / state

দুর্নীতি? অভিষেকের নির্দেশে চার তৃণমূল নেতা নেত্রীকে শোকজ়

শোকজের কারণ হিসেবে জানা গেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বা রিলিফ ফান্ডের নামে টাকা তুলেও তা নাকি পাঠানো হয়নি । বাকি তিনজন সরকারের ত্রাণ বা রেশন নিয়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ।

Four TMC leaders including the deputy mayor were sent to show cause notice
ডেপুটি মেয়রসহ ৪ তৃণমূল নেতা নেত্রীকে শোকজ়

আসানসোল, 27 জুন : ত্রাণের টাকা আদায় করেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা না দেওয়া, রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ-সহ বিভিন্ন কারণ নিয়ে দলের চার নেতানেত্রীকে শোকজ় করলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । শোকজ় চিঠিতে সই আছে দলের জেলা চেয়ারম্যান ভি শিবদাশন দাশুর । শোকজ চিঠি দিয়ে 48 ঘণ্টার মধ্যে ওই চার জনকে উত্তর দিতে বলা হয়েছে ।

শোকজ় নিয়ে চিঠি পাওয়া চারজন কে কে ? দলীয় সূত্রে জানা গেছে এরা হলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তবাসুম আরা, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জাউড়িয়ার তৃণমূল নেত্রী বেবি খাতুন, 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী তথা ওয়ার্ড সভাপতি শঙ্কর চক্রবর্তী এবং দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা প্রভাত চট্টোপাধ্যায় ।

দলীয় সুত্রে জানা গেছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি এদিন চারজনকে কারণ দর্শানোর জন্য শোকজ়ের নোটিস দিয়েছেন । আগামী 48 ঘণ্টার মধ্যেই শোকজ়ের জবাব দিতে বলা হয়েছে সবাইকে । তবে ডেপুটি মেয়র তবাসুম আরা জানান, "আমি ইতিমধ্যেই শোকজের উত্তর দিয়েছি ।"

তবে কার কার বিরুদ্ধে সঠিক কী কী অভিযোগ তা স্পষ্ট করেনি দল । ডেপুটি মেয়র শোকজের চিঠি পেয়ে উত্তর দিয়েছেন এমন কথা জানালেও, তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী জানান, "দলের তরফে একটি চিঠি পেয়েছি । পড়ে দেখিনি ।"

শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "দলের তরফে কোনও চিঠি এখনও আমার কাছে আসেনি ।" অন্য আরেক অভিযুক্ত কাউন্সিলর বেবি খাতুন বলেন,"বাইরে আছি। আর কিছু বলব না।"

ABOUT THE AUTHOR

...view details