আসানসোল, 27 জুন : ত্রাণের টাকা আদায় করেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা না দেওয়া, রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ-সহ বিভিন্ন কারণ নিয়ে দলের চার নেতানেত্রীকে শোকজ় করলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । শোকজ় চিঠিতে সই আছে দলের জেলা চেয়ারম্যান ভি শিবদাশন দাশুর । শোকজ চিঠি দিয়ে 48 ঘণ্টার মধ্যে ওই চার জনকে উত্তর দিতে বলা হয়েছে ।
শোকজ় নিয়ে চিঠি পাওয়া চারজন কে কে ? দলীয় সূত্রে জানা গেছে এরা হলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তবাসুম আরা, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জাউড়িয়ার তৃণমূল নেত্রী বেবি খাতুন, 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী তথা ওয়ার্ড সভাপতি শঙ্কর চক্রবর্তী এবং দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা প্রভাত চট্টোপাধ্যায় ।