পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাপিতকে বাড়িতে ডাকা নিয়ে বিবাদ, কাঁকসায় জখম 4 BJP কর্মী - tmc bjp clash

কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার ঘটনা । নাপিত দেরি করে আসা নিয়ে বচসার সূত্রপাত । পরে BJP কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ।

Durgapur
দুর্গাপুর

By

Published : May 18, 2020, 8:23 PM IST

দুর্গাপুর ,18 মে : নির্ধারিত সময়ে আসতে পারেনি নাপিত। তা নিয়েই ঝামেলার সূত্রপাত । পরে এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হয় এক BJP কর্মীর পরিবারের । অভিযোগ তৃণমূলের লোকজন ওই BJP কর্মী, তাঁর স্ত্রীসহ আরও দু'জনকে বেধড়ক মারধর করে। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার ঘটনা । জখম চারজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা সুশান্ত সানা চুল কাটার জন্য এলাকার এক নাপিতকে বাড়িতে আসতে বলেন। কিন্তু, ওই নাপিত বাড়ি পৌঁছাতে দেরি করায়, তাঁর সঙ্গে বচসা শুরু হয় । ওই নাপিতকে বেধড়ক মারধর করে সুশান্তর পরিবার । পরে সেই নাপিত ঘটনার কথা জানায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের । অভিযোগ, এরপর সুশান্তর বাড়ি গিয়ে বাঁশ,রড,লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন । সুশান্ত ও তাঁর স্ত্রী দিপালী সানা ছাড়াও সেই সময় বাড়িতে কার্তিক সরকার ও সুরঞ্জন মণ্ডল নামে এলাকার দুই BJP কর্মী উপস্থিত ছিলেন । এই চারজনকে বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরে স্থানীয়রা ওই চারজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করে ।

অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব । এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা রমেন মণ্ডল বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই । গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তাঁদের মেরেছে । ওরা এমন কোনও বড় মাপের নেতা নয়, যে তৃণমূল কংগ্রেসকে মারধর করতে হবে ।"

অন্যদিকে দুর্গাপুর মহকুমার BJP-র চার নম্বর মণ্ডলের সভাপতি জয়দেব সরকার বলেন "ওরা BJP কর্মী বলেই এই আক্রমণ। আশা করি প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । "

ABOUT THE AUTHOR

...view details