পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ATM হ্যাক করে গিফট ভাউচার, তালতাল সোনা কিনছে হ্যাকাররা - আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট

সাইবার ক্রাইম নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ । ATM হ্যাক করে তা দিয়ে সোনার দোকানের ভাউচার কেনা হত ৷ তারপর সেই ভাউচার দিয়ে সোনা এবং শেষে সোনা বেঁচে ফের টাকা ৷ এভাবেই চলত টাকা লোপাট ৷

Asansol
গ্রেপ্তার চার হ্যাকার

By

Published : Jan 17, 2020, 11:49 PM IST

আসানসোল, 17 জানুয়ারি : পুলিশের হাতে গ্রেপ্তার চার হ্যাকার ৷ ধৃতদের থেকে উদ্ধার 500 গ্রাম সোনা সহ 11 লাখ টাকা । বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকের ATM হ্যাক করে সোনার দোকানের ভাউচার কিনত এই হ্যাকাররা । তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ ।

গোপন সূত্রে খবর পেয়ে স্বতঃপ্রণোদিত হয়েই এই তদন্ত শুরু করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ ৷ তদন্তে নেমে প্রথমে বিবেক মণ্ডল, মুকেশ মণ্ডল এবং কাজল গড়াই নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বিবেক ও মুকেশ ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা । কাজল গড়াইয়ের বাড়ি অণ্ডালে । তিনজনকে গ্রেপ্তার করার পর তাদের রিমান্ডে নিয়ে পুলিশ আরও একজনের সন্ধান পায় । নাম ধঞ্জি পাতিল । বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে চার ATM হ্যাকার

বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকের ATM হ্যাক করে সোনার দোকানের ভাউচার কিনত এই হ্যাকাররা । তারপর সেই ভাউচার দিয়ে সোনা কিনে তা ফের বেচে দিত । ফলে ATM হ্যাক করে কোন অ্যাকাউন্টে টাকা গেল তা পুলিশ বুঝতে পারত না ।

ধৃতদের থেকে উদ্ধার 500 গ্রাম সোনা সহ 11 লাখ টাকা

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADCP সায়ক দাস জানিয়েছেন, এই হ্যাকাররা ATM হ্যাক করে সেই টাকা কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার না করে তা দিয়ে সোনার গিফট ভাউচার কিনত । সেই গিফট ভাউচার দিয়ে পরে সোনা কেন হত । পরে সেই সোনা বেঁচে ফের নগদ টাকায় রূপান্তরিত করত এই দুস্কৃতীরা । তবে পুলিশের অনুমান আরও বড় চক্র আছে এদের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details