আসানসোল, 17 জানুয়ারি : পুলিশের হাতে গ্রেপ্তার চার হ্যাকার ৷ ধৃতদের থেকে উদ্ধার 500 গ্রাম সোনা সহ 11 লাখ টাকা । বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকের ATM হ্যাক করে সোনার দোকানের ভাউচার কিনত এই হ্যাকাররা । তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ ।
গোপন সূত্রে খবর পেয়ে স্বতঃপ্রণোদিত হয়েই এই তদন্ত শুরু করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ ৷ তদন্তে নেমে প্রথমে বিবেক মণ্ডল, মুকেশ মণ্ডল এবং কাজল গড়াই নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বিবেক ও মুকেশ ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা । কাজল গড়াইয়ের বাড়ি অণ্ডালে । তিনজনকে গ্রেপ্তার করার পর তাদের রিমান্ডে নিয়ে পুলিশ আরও একজনের সন্ধান পায় । নাম ধঞ্জি পাতিল । বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে ৷