পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prasun Banerjee: লোকসভায় খেলা নিয়ে কোনও আলোচনা হয় না, অভিযোগ প্রসূনের - অভিযোগ প্রসূনের

শনিবার দুর্গাপুরে একটি ফুটবল কার্নিভালে যোগ দিতে আসেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি অভিযোগ করেন, লোকসভায় খেলা নিয়ে কোনও আলোচনা হয় না ৷

Prasun Banerjee
Prasun Banerjee

By

Published : May 20, 2023, 8:43 PM IST

লোকসভায় খেলা নিয়ে কোনও আলোচনা হয় না, অভিযোগ প্রসূনের

দুর্গাপুর, 20 মে: "ক্রিকেট নিয়ে যেটুকু আলোচনা হয় তা ভালো । অন্যান্য খেলা নিয়ে কিছুই হয় না । আমার দুঃখ লাগে যে লোকসভায় খেলা দিয়ে কোনও আলোচনা হয় না, খেলার জন্য কোনও বাজেট হয় না", দুর্গাপুরের সাংবাদিক বৈঠকে এভাবেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন একসময়ের দক্ষ ফুটবলার বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

দুর্গাপুরে একটি ফুটবল কার্নিভালে যোগ দিতে শনিবারে আসেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের রাজ্য নেতা । তাঁর সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের সভাপতি স্বাধীন ঘোষ উপস্থিত থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন । সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত নিজের ক্ষোভ উগরে দিলেন প্রবাদপ্রতিম ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

নাম না করে এআইএফএফ এর সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবেকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘যুব সমাজকে খেলাধুলোর প্রতি দিশা দেখাতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন করতে এআইএফএফ-এর সভাপতি তথা বিজেপি নেতাকে পাশে পাইনি ৷’’ একই সঙ্গে তিনি জানান, রাজ্য সরকার খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়াতে একাধিক প্রকল্প নিয়ে আসছে ৷ আর্থিক সাহায্য করারও চেষ্টা করছে । কিন্তু কেন্দ্রীয় সরকার এগিয়ে আসছে না । আর্থিক সমস্যা রয়েছে ৷ তারপরেও একাধিক স্টেডিয়াম, একাধিক ট্রেনিং স্কুল করছে রাজ্য সরকার । কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করছে না ৷ সেই জন্য পিছিয়ে যাচ্ছে রাজ্যের ছেলেরা ৷

যুব সমাজ ও নতুন প্রজন্মকে দিশা দেখাতে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সকলকে একযোগে এগিয়ে আসারও বার্তা দেন । প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার খেলাধুলোর উন্নতির জন্য ছোট ছোট ক্লাবগুলিকেও অর্থপ্রদান করছে । তিনি আরও বলেন, ‘‘আমরা যে সময় সুনামের সঙ্গে ফুটবল খেলেছি ৷ যদি সামান্য সুবিধা পেতাম আমরাও বিশ্বকাপ খেলতে পারতাম ।’’

আরও পড়ুন:'সবাই লিট্টিচোখা খেতে এসেছেন, মঞ্চ কেন ?', জামুড়িয়ায় নবজোয়ারে অভিষেক

ABOUT THE AUTHOR

...view details