পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kulti Murder : কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন - কুলটিতে শুটআউট

কুলটি থানার তুলসি হিড় এলাকায় পরেশ মারান্ডি নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটল (former employee of ecl shot dead at kulti) । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিহত ব্যক্তি ইসিএলের প্রাক্তন কর্মী ৷

former employee of ecl shot dead at kulti
Kulti Murder : কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

By

Published : Jan 19, 2022, 4:15 PM IST

আসানসোল, 19 জানুয়ারি : 24 ঘণ্টার মধ্যে ফের আরেকটি খুনের ঘটনা আসানসোলে । কুলটি থানার তুলসি হিড় এলাকায় এক ব্যক্তিকে গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটল (former employee of ecl shot dead at kulti) । নিহত ব্যক্তির নাম পরেশ মারান্ডি (51)। তিনি প্রাক্তন ইসিএল কর্মী ।

তুলসি হিড় এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ সংলগ্ন একটি ঝুপড়ি দোকানে বসে ছিলেন পরেশ মারান্ডি । সেখানে এক ব্যক্তি এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে স্থানীয় সূত্রের খবর । তিনটি গুলি চালানো হয় । ঘটনাস্থলেই পরেশ মারান্ডির মৃত্যু হয় । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

জানা গিয়েছে, ইসিএল কর্মী ছিলেন পরেশ মারান্ডি । কিন্তু অনিয়মিত কাজে যাওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । পরিবারের সঙ্গেও তাঁর তেমন সম্পর্ক ছিল না । আলাদা থাকতেন পরেশ মারান্ডি । তুলসি হিড় এলাকায় একটি খেলার মাঠ রয়েছে । ওই খেলার মাঠের পাশেই অল্প জমিতে গাছ লাগিয়ে চাষ করতেন পরেশ মারান্ডি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।

সেই চাষাবাদ দেখাশোনা করতে মাঠের পাশে ওই ঝুপড়ি দোকানে রোজ এসে বসে থাকতেন পরশ মারান্ডি । আজও সকালে সেই রকমভাবে এসে বসেছিলেন । সেই সময় জনৈক যুবক এসে তাঁকে সামনে থেকে গুলি চালায় । তিনটি গুলির শব্দ পেয়েছিলেন বাসিন্দারা । বাসিন্দারা ছুটে এসে দেখেন টুপি এবং মাস্ক পরা এক যুবক ছুটে বেরিয়ে যাচ্ছে । তার হাতে বন্দুক ছিল । বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে বন্দুক তাক করে সে বাসিন্দাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

যুবককে চেনা যায়নি বলে বাসিন্দারা দাবি করেছেন । এরপর বাসিন্দারা পুলিশকে খবর দেন । পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পরেশ মারান্ডির । এরপর মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য । কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ।

আসানসোলে পরপর আদিবাসীদের ওপর আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি প্রার্থী অভিজিৎ আচার্য । তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি । ঘটনার তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি । তিনি বলেন "ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন :Police vs Hospital over dead body : গোষ্ঠীদ্বন্দ্বে মৃত তৃণমূল কর্মী, হাসপাতাল থেকে দেহ তুলে নিয়ে গেল পুলিশ

ABOUT THE AUTHOR

...view details