পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের সামনে সাপ নিয়ে খেলা দেখিয়ে পালাল 'মোস্ট ওয়ান্টেড' স্মাগলার - আসানসোল থেকে চলে গেল বনদপ্তরের মোস্ট ওয়ান্টেড মহম্মদ মুবারক

আসানসোল পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় মহম্মদ ওয়াসিফ নামে এক গ্রিল ব্যবসায়ীর দোকানে একটি গোখরো সাপ ঢোকে । আতঙ্কিত মহম্মদ ওয়াসিফ খবর পাঠান মহম্মদ মুবারককে । খবর পেয়ে মহম্মদ ওয়াসিমের গ্রিলের দোকানে আসে মুবারক । বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর মুবারকের জালে ধরা পড়ে গোখরোটি ।

snake

By

Published : Nov 24, 2019, 11:11 AM IST

আসানসোল, 24 নভেম্বর : নাম রয়েছে বন দপ্তরের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় । ঝাড়খণ্ডের পাঞ্চেতের বাসিন্দা নাকি সাপ ও সাপের বিষ পাচার করে । অথচ রাজ্যে ঢুকে পুলিশের সামনে ভেলকি দেখিয়ে সাপ নিয়ে চলে সে । নাম মুবারক আনসারি । এই রাজ্যে তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অনেকগুলি ধারায় মামলা চলছে । পশ্চিমবঙ্গ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো অনেকদিন ধরেই এই কুখ্যাত সাপের বিষ পাচারকারীকে খুঁজছে । ওই ব্যক্তি চলে যাওয়ার পর জেলার বনাধিকারিক লুক আউট নোটিশ জারি করেছেন । সমস্ত থানাকে নাকি জানানো হয়েছে, অথচ এ বিষয়ে কোনও খবর নেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে ।

আসানসোল পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় মহম্মদ ওয়াসিফ নামে এক গ্রিল ব্যবসায়ীর দোকানে একটি গোখরো সাপ ঢোকে । আতঙ্কিত চাঁদ মহম্মদ খবর পাঠান মহম্মদ মুবারককে । খবর পেয়ে মহম্মদ ওয়াসিমের গ্রিলের দোকানে আসে মুবারক । বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর মুবারকের জালে ধরা পড়ে গোখরোটি । এদিকে সাপ ধরা দেখতে মহম্মদ ওয়াসিফের দোকানের সামনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা ৷ শুধু তাই নয়, সাপ ধরা দেখতে আসে হীরাপুর থানার পুলিশও । বেশ কিছুক্ষণ ধরে সাপ নিয়ে পুলিশের সামনেই কসরৎ দেখায় মুবারক । তারপর সাপটিকে ব্যাগবন্দী করে নিয়ে চলে যায় ।

এই ঘটনা জানাজানি হতেই পশ্চিম বর্ধমান জেলার বনাধিকারিক মুবারকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন । তিনি জানিয়েছেন, সব থানাকে জানানো হয়েছে । যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADCP (পশ্চিম) অনমিত্র দাস জানান, তাঁর কাছে এই ধরনের কোনও তথ্য নেই । মহম্মদ মুবারকের বিষয়েও তাঁদের আগে জানানো হয়নি ।

প্রশ্ন উঠছে মুবারক যদি আন্তঃরাজ্য সাপ পাচারকারী হয়েই থাকে, তবে বনদপ্তর কেন তা নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতামুলক প্রচার চালায়নি ? মুবারককে আসানসোল-কুলটি এলাকার মানুষ স্নেক সেভার বলে চেনে । ঝাড়খণ্ডের পাঞ্চেতে মুবারকের একটি স্নেক পার্ক রয়েছে । শুধু তাই নয়, যারাই বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত বাঁধ দেখতে যান , তাঁরা মুবারকের স্নেক পার্কও দেখতে যান ।

ABOUT THE AUTHOR

...view details