অকপট বিখ্যাত বংশীবাদক জয়ন্ত চট্টোপাধ্যায় দুর্গাপুর, 6 ডিসেম্বর:তাঁর বাশিতে যেন সরস্বতীর বাস ৷ ঠোঁটের গোড়ায় বাঁশি ধরলেই আপনি থেকে বেরিয়ে আসে সুর ৷ তাঁর বাঁশির সেই সুরে মাতোয়ারা টলিউড থেকে বলিউড ৷ তিনি বিখ্যাত বংশীবাদক জয়ন্ত চট্টোপাধ্যায় ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অকপট এই বংশীবাদক ৷
মাত্র 14 বছর বয়স থেকে বাঁশির সুরে তুফান তোলা শুরু তাঁর । এরপরে জীবনে বহু ঘাত-প্রতিঘাতেও তাঁর বাঁশির সুর থেমে যায়নি । বাঁশি বাজাতে বাজাতে কখন যে তিনি বিখ্যাত হয়েছেন, তা তিনি হয়তো নিজেও জানেন না । এই বংশীবাদক মুম্বইয়েও পাড়ি দেন । সেখানে অডিশনে এ গ্রেড পাওয়ার পরে বিখ্যাত সুরকার লক্ষীকান্ত প্যায়ারেলাল ও রবীন্দ্র জৈনদের সঙ্গে বাঁশি বাজিয়ে তাক লাগান ৷ তবে তিনি কোনওদিনই প্রচারের আলোয় আসেননি । ভারতবর্ষের বহু বিখ্যাত সংগীত শিল্পীদের সঙ্গে তিনি মঞ্চে বাঁশি বাজিয়েছেন । সেই তালিকায় রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর থেকে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এমনকী বর্তমান মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বহু অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছেন তিনি ।
তবে জয়ন্ত চট্টোপাধ্যায় এখন আর সেভাবে বড় শিল্পীদের সঙ্গে বাঁশি বাজানোর ডাক পান ৷ এ নিয়ে আক্ষেপ হলেও তিনি বলেন, "রিয়েলিটি শো তে বাঁশি বাজানোর কথা বলেছিল । কিন্তু সেখানে দীর্ঘ সময় রিহার্সাল করতে হয় । এই বয়সে আর পারব না ।" তিনি জানালেন, কলকাতার টানে মুম্বই থেকে চলে আসাটাই মস্ত বড় ভুল ছিল তাঁর জীবনে ৷ বংশীবাদকের কথায়, "কালীঘাটের ছেলে আমি । মমতা দিদির বাড়ির উলটোদিকেই বাড়ি । আসলে কলকাতার বন্ধুদের সঙ্গে আড্ডা খুব মিশ করতাম ৷ তাই সব ছেড়ে মুম্বই থেকে কলকাতা চলে এলাম । আর এটাই আমার জীবনের চরমতম ভুল আজ বুঝি ।"
এখন লোকসঙ্গীতের একটি দলের সঙ্গেই তিনি এ রাজ্যের বিভিন্ন জেলা,দেশ ও বিদেশে ঘুরে ঘুরে বাঁশির সুরে মুর্চ্ছিত করে তুলছেন শ্রোতাদের । আজ আর নূতন করে তাই কিছু চাওয়ার নেই তাঁর । 63 বছর বয়সেও ইচ্ছে, বাঁশি বাজাতে বাজাতেই যেন মৃত্যু হয় তাঁর । বলেন,"আমার গুরু বাঁশি বাজাতে বাজাতে স্টুডিয়োতেই মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন । আমিও চাই সরস্বতী মা আমার জীবনে যেন সেভাবেই মরণ এনে দেন । জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্তও আমি যেন বাঁশি বাজিয়ে যেতে পারি ।"
আরও পড়ুন:
- আশ্চর্য প্রতিভা! 18 বছর ধরে নাক দিয়ে বাঁশি বাজিয়ে তাক লাগাচ্ছেন চিত্তরঞ্জন
- স্টেশন চত্বরেই থমকে বাঁশিওয়ালা অনিল বিশ্বাসের প্রতিভা
- পেটেন্টের অপেক্ষায় জাতীয়স্তরের বাঁশি বাদকের তৈরি পিভিসি পাইপের বাঁশি