অন্ডাল, 29 অগাস্ট: ডুলি করে খনিতে নামার সময় দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক ৷ অন্ডালের খাসকাজোড়া কয়লা খনির ঘটনা ৷ গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ECL কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠন ৷
কয়লা খনিতে ডুলির দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক - andal coal mine incident
ডুলি করে খনিতে নামার সময় দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক ৷ অন্ডালের খাসকাজোড়া কয়লা খনির ঘটনা ৷
আজ সকালে খাসকাজোড়া কোলিয়ারির 10 নম্বর পিটের পাঁচ শ্রমিক ডুলিতে করে খনিগর্ভে কাজে নামার সময় হঠাৎই ডুলির দড়ি ছিঁড়ে নীচে পড়ে ৷ এর জেরে ডুলিতে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন ৷ আহত শ্রমিকদের অন্য একটি ডুলির সাহায্যে উপরে তোলা হয় ৷ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনিগর্ভে নামার কাজে ব্যবহৃত ডুলিগুলোর কোনও সংস্কার করা হয় না ৷ "সেফটি ফার্স্ট, প্রোডাকশন মাস্ট" এই স্লোগান তুলে বেশ কিছুক্ষণ শ্রমিকরা বিক্ষোভও দেখান ৷ আহত শ্রমিকরা হলেন দুলাল মুচি, মদন কর্মকার, রামজিৎ সিং, সুনীল বাউরি ও রামজি সিং ৷ তাঁদের সকলেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
এই ঘটনায় INTTUC-সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসর সভাপতি হরেরাম সিং এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ৷ শ্রমিকরা বারবার মেশিন সারানোর কথা বললেও কর্তৃপক্ষ বা ইঞ্জিনিয়ার সে কথায় কান দেননি ৷ "