হিরাপুর(আসানসোল), 8 সেপ্টেম্বর : গণপিটুনির হাত থেকে ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পাঁচ সিভিক ভলান্টিয়ার । ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ । হিরাপুর থানার ভালাডিহা গ্রামের ঘটনা ।
ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বাঁচাতে গিয়ে আক্রান্ত 5 সিভিক ভলান্টিয়ার - Civic Volunteer injured in Asansole
ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে মারছিল গ্রামবাসী । তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন পাঁচ সিভিক ভলান্টিয়ার ।
গতকাল রাতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা । অভিযোগ, পরিচয় জানতে চাওয়া হলে সে অসংলগ্ন উত্তর দেয় । এরপরই ছেলেধরা সন্দেহে তাকে মারধর শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ । কয়েকজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে । সেইসময় গ্রামবাসীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ । ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ধস্তাধস্তি শুরু হয় । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । গ্রামবাসীদের মারে আক্রান্ত হন পাঁচ জন সিভিক ভলান্টিয়ার । ঘটনায় একজনের মাথা ফাটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশবাহিনী । গণপিটুনির শিকার হওয়া ব্যক্তি ও আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে ।
আসানসোল জেলা হাসপাতালে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।