আসানসোল, 25 জানুয়ারি: সিজান উৎসবের জন্য পুকুরে চাষ হয়েছিল মাছ, তাতে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ গতকাল পুকুরে ভেসে উঠেছিল অসংখ্য মরা মাছ ৷ শীত শেষের মরসুমে বাংলার গ্রামাঞ্চলের অন্যতম 'সিজান উৎসব'। লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম রয়েছে উৎসবে। ঘরে ঘরে তৈরি হয় নানা পদ। যার অন্যতম, পুকুরে ধরা টাটকা মাছের ব্যঞ্জন।
গ্রামবাসীদের বক্তব্য, উৎসবের জন্য সারাবছর ধরে মাছ চাষ করা হত আসানসোল উত্তর থানার এই সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে। আর আজ দেখা যায় সেই পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, জলে বিষ দিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাছগুলি মেরেছে ।