আসানসোল, 23 জুলাই : লকডাউনের চেনা ছবি ফিরে এল আসানসোলে । আজ থেকে সপ্তাহে দু'দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে ।
লকডাউনের চেনা ছবি ফিরে এল আসানসোলে - কোরোনা প্যানডেমিক
কোরোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে ৷ এবার তা রুখতে সপ্তাহে 2 দিন করে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর লকডাউনের প্রথম দিনে কার্যত সুনসান আসানসোলের রাস্তাঘাট ।
আজ সকাল থেকেই আসানসোল কার্যত অঘোষিত বনধের চেহারা নিয়েছে । সিটি বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি কোনও বেসরকারি বাস । যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা শুধু কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়েছেন । প্রয়োজনীয় কাগজ দেখে তাঁদের যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে ।
প্রয়োজন ছাড়া যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছেন তাঁদের ফেরত পাঠাচ্ছে পুলিশ । আসানসোল বাজার এলাকাতেও সমস্ত দোকানপাট বন্ধ ছিল । যদিও বৃহস্পতিবার আসানসোল বাজার বন্ধ থাকে । তাই নতুন ক'রে দোকান খোলার বিষয়টি আজ নেই । যদিও বেলা বাড়লে পরিস্থিতি কী হয়, সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ ৷