জামতাড়া, 31 জুলাই: জামতাড়া ! নাম শুনলেই শিরদাঁড়ার মধ্যে কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায় । এই বুঝি সব কিছু লোপাট হয়ে গেল অ্যাকাউন্ট থেকে । জামতাড়া মানেই খবরের শিরোনামে হ্যাকারদের স্বর্গরাজ্য । জামতাড়া নিয়ে ওয়েব সিরিজও হয়েছে । সেই জামতাড়ায় এবার প্রথমবার অনুষ্ঠিত হল বইমেলা । ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বাঙালিরা প্রথমবার আয়োজন করলেন এই বইমেলার । আর দুই রাজ্যের বাঙালি, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের মিলন উৎসবে এই বইমেলা নজির সৃষ্টি করল ।
আদিবাসীদের জনকল্যাণে এই জামতাড়া জেলারই কার্মাটারে বিদ্যাসাগর নিজের জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন । আর তাই জামতাড়ায় প্রথম বইমেলাও বিদ্যাসাগরের নামেই উৎসর্গ করা হল । গত 28, 29 এবং 30 জুলাই জামতাড়াতে বইমেলা অনুষ্ঠিত হয়েছে । জামতাড়া সেন্ট অ্যান্থনি স্কুল প্রাঙ্গণে এই বইমেলা এবং লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয় । শুধু ঝাড়খণ্ডের নয়, আসানসোল থেকেও প্রচুর কবি সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা এই মেলায় উপস্থিত থেকে মেলাকে সমৃদ্ধ করেছেন । আয়োজকদের মধ্যে বিশিষ্ট গবেষক ও লেখক নবারুণ মল্লিক ইটিভি ভারতকে বলেন, "বহু বছরের স্বপ্ন ছিল জামতাড়ায় বাংলা বইমেলা হবে । জামতাড়ায় বহু বাঙালি রয়েছেন এবং যারা এই রাজ্যকে সমৃদ্ধ করেছেন বাংলা সংস্কৃতি দিয়ে । তাদের সবার সহযোগিতা নিয়ে এই বইমেলা এবং লিটল ম্যাগাজিন মেলা করতে পেরেছি । আমরা আয়োজনের কোনও ত্রুটি রাখিনি । প্রথম বছর বলে হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে ।"