আসানসোল, 16 মার্চ : ছবি প্রদর্শনের জন্য আসানসোলে সেরকম কোনও আর্ট গ্যালারি ছিল না । শিল্পীরাও বহুদিন ধরেই একটি আর্ট গ্যালারির দাবি জানাচ্ছিলেন । অবশেষে পৌরনিগমের উদ্যোগে আসানসোলে প্রথম আর্ট গ্যালারি তৈরি করা হল । আসানসোলের BNR মোড়ের কাছের এই আর্ট গ্যালারি এখন উদ্বোধনের অপেক্ষায় ।
আঁকা ছবি হোক কিংবা ফোটোগ্রাফি, এতোদিন শহরে সেই সমস্ত কিছুর প্রদর্শনী হত বিভিন্ন মেলায় কিংবা প্রেক্ষাগৃহ ভাড়া করে । শুধুমাত্র প্রদর্শনীর জন্য কোনও কক্ষ বা ভবন আসানসোলে ছিল না । আসানসোলের শিল্পীরা মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছে দাবি জানিয়েছিলেন আসানসোলে একটি আর্ট গ্যালারির জন্য । সেইমতোই BNR মোড়ের কাছে তৈরি করা হয়েছে আসানসোলের প্রথম আর্ট গ্যালারি । এই আর্ট গ্যালারিকে বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত করা হয়েছে । কিছুদিনের মধ্যে এই আর্ট গ্যালারির উদ্বোধন হবে বলে পৌরনিগম সূত্রে খবর ।