পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joshimath Fear in Raniganj: মাটি ফুঁড়ে আগুন, ভেঙে পড়ছে বাড়ির দেওয়াল; রানিগঞ্জে জোশীমঠের আতঙ্ক

অচিরেই কী রানিগঞ্জে যোশীমঠের পরিস্থিতি তৈরি হতে চলেছে ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই রানিগঞ্জে যোশীমঠের মতো ধসের আশঙ্কা করেছিলেন ৷ বুধবার সেখানে গিয়ে দেখা গেল মাটি ফুঁড়ে আগুন বেরোনোর ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ৷ আতঙ্কে দিন কাটাচ্ছে প্রায় 150 থেকে 200 পরিবার (Raniganj News)৷

Etv Bharat
রানিগঞ্জের গ্রামে এভাবেই মাটি ফুঁড়ে বেরোচ্ছে আগুন

By

Published : Jan 18, 2023, 10:21 PM IST

রানিগঞ্জের গ্রামে মাটি ফুঁড়ে বেরোচ্ছে আগুন, দেখুন ভিডিয়ো

রানিগঞ্জ, 18 জানুয়ারি: গ্রামের শেষ প্রান্ত ৷ পাশেই রয়েছে ইসিএলের কয়লা খনি (Raniganj ECL)৷ ভোর থেকেই মাটি ফুঁড়ে গলগল বেরিয়ে আসছে কালো ধোঁয়া । প্রায় 8-10টি জায়গা থেকে বেরোচ্ছে এই ধোঁয়া ৷ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের এগারা পঞ্চায়েতের অন্তর্গত বাউলহিড় গ্রাম ঢেকে গিয়েছে এই কালো ধোঁয়ায় (Fire Erupting From the Ground in Raniganj Village)৷ সঙ্গে মাঝে মধ্যে আগুনও দেখা যাচ্ছে । এই গ্রামে বাস প্রায় 150-200 পরিবারের ৷ মাটি ফুঁড়ে আগুন বেরিয়ে আসার ঘটনায় গ্রামের একাধিক কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পাশাপাশি ফাটল দেখা দিতে শুরু করেছে । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।


জোশীমঠের দুর্দশা কি এবার রানিগঞ্জ কয়লা খনি শিল্পাঞ্চলে:এগারা পঞ্চায়েতের বাউলহিড় গ্রামের ফাটল ও ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ ৷ তৎপরতার সঙ্গে গ্রামের প্রতিটি এলাকায় ডেঞ্জার জোন বোর্ড লাগিয়ে দেয় । এছাড়াও ফাটল ও ধসের জায়গায় বাঁশের ব্যারিকেডও করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।

ঘটনার জেরে গ্রামজুড়ে আতঙ্ক:এই ঘটনায় গ্রামবাসীদের বক্তব্য, আগুন ও ধসের ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি । গ্রামের পাশেই রয়েছে ইসিএলের বেশ কয়েকটি কয়লা খনি । প্রায় সময় বিকট আওয়াজ শোনা যায় । যে কোনও মুহূর্তেই ঘটতে পারে উত্তরপ্রদেশের যোশীমঠের মতো ঘটনা ৷ তবু নজর নেই প্রশাসনের । অবিলম্বে গ্রামবাসীদের পুনর্বাসন করতে হবে । না হলে যে কোনও সময় গোটা গ্রাম মাটির নিচে চলে যেতে পারে ।

গ্রামের মহিলাদের কথায়, "আগুন ও ধসের ঘটনায় ভয়ে দিন কাটছে । যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে । ভেঙে পড়ছে বাড়ির দেওয়াল । বাড়ির একাধিক জায়গায় ফাটল ধরেছে । ভয়ে বাড়ির ভিতরে থাকতে পারছি না । নিচের ঠান্ডায় আশ্রয় নেওয়ার জায়গাও নেই এই মুহূর্তে । খুব আতঙ্কে আছি ৷

আরও পড়ুন :জোশীমঠ এলাকার ধস, উদ্ধার শতাধিক পরিবার, এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details