পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলন্ত গাড়িতে দাউ-দাউ করে জ্বলল আগুন - Fire engulfs car on highway

জাতীয় সড়কের উপর চলন্ত গাড়িতে আগুন । গাড়ির উইংগারে হঠাৎ আগুন লেগে যায় । ঘটনায় কেউ আহত না হলেও পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি ।

Fire engulfs car
ছবি

By

Published : Aug 10, 2021, 11:51 AM IST

দুর্গাপুর, 10 অগস্ট : দুই নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের খাটপুকুরের কাছে । আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই । পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।

ইসিএলের ওই কর্মী তাঁর সোদপুরের বাড়ি থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন । সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন । দুর্গাপুরের খাটপুকুরের কাছে হঠাৎই গাড়ির উইংগারে আগুন লেগে যায় । সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়েন চারজনই ।

আরও পড়ুন :মহেশতলায় স্যানিটাইজার ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন

খবর দেওয়া হয় দমকলে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে । গাড়িটি ভস্মীভূত হয়ে গেলেও চারজনই প্রাণে বেঁচে যান । মোট কত টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details