আসানসোল, 5 ফেব্রুয়ারি : আসানসোলের কোর্ট মোড় এলাকায় একটি বহুতল আবাসনের বেসমেন্ট থেকে আজ সকালে ধোঁয়া বেরোতে দেখা যায় । বেসমেন্টের ভিতরের অন্ধকার ভেদ করে ঘন কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসতে শুরু করে । নিমেষে গোটা আবাসনকে গ্রাস করে নেয় ধোঁয়ার চাদর । আবাসিকদের শ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে । অসুস্থ হওয়ার জোগাড় ।
ধোঁয়া বেরোতে দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে । দমকলকর্মী আসার জন্য অপেক্ষা করতে গেলে আবাসিকদের অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা ছিল । আর তাই দেরি না করে বাসিন্দাদের বাঁচাতে একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা । আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সিপিআই(এম) এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়, তিনজনেই হাত লাগান উদ্ধারকাজে । পাশাপাশি, তিন দলের প্রচুর কর্মী ও সমর্থকরা এগিয়ে আসেন উদ্ধারের কাজে । একে একে আবাসিকদের বাইরে বের করে আনেন ।