দুর্গাপুর , 17 মে: দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ABL কলোনিতে আগুল লাগল । একটি আবাসনের সিঁড়ির নিচে ইলেকট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে । তা দ্রুত ছড়িয়ে পড়ে । সিঁড়ির নিচে থাকা চারটি মোটরবাইক ও চারটি সাইকেল পুড়ে গেছে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
দুর্গাপুরের আবাসনে আগুন, পরে নিয়ন্ত্রণে - west bardhaman news
শর্ট সার্কিট থেকে আগুন লাগল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ABL কলোনিতে । দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আগুনে ভস্মীভূত হয়েছে মোটর সাইকেল
আগুনের জেরে আটকে পড়া ছ'টি ঘরের 25জন বাসিন্দা পিছনের দরজা ভেঙে কোনওরকমে বেরিয়ে আসেন । শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই ব্লকের সিঁড়ির নিচে থাকা ইলেকট্রিক বোর্ডে । সেখান থেকে তা দ্রুত ছড়িয়ে পড়ে ।
ওই ব্লকে ছ'টি পরিবারের বাস । পরিবারগুলির 25জন সদস্য পিছনের দরজা ভেঙে দ্রুত বাড়ির বাইরে আসেন । দমকলে খবর দেওয়া হয় । একটি ইঞ্জিন ঘটনাস্থানে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।